ফিলিপাইনে মিসেস ট্যুরিজম গ্লোব জিতলেন ঐশী
ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত হলো ‘মিসেস ট্যুরিজম’র ওয়ার্ল্ড ফাইনাল। বিশ্বের ২৬টি দেশের প্রতিযোগীর সাথে লাল সবুজ পতাকা হাতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছেন ‘ফারহানা আফরিন ঐশী’।
গ্র্যান্ড করনেশন নাইটে ‘মিসেস ট্যুরিজম গ্লোব’সহ মোট ছয়টি টাইটেল জিতে নেন ২২ বছরের স্বপ্নবাজ তরুণী ঐশী।
ঐশী যেসব টইটেলে ভূষিত হলেন সেগুলো হলো- ‘মিসেস বেরি গ্লুটা’, ‘মিসেস নিক্স ইনস্টিটিউট’, ‘বেস্ট ইন ফোরাম’, ‘ডার্লিং অফ দি প্রেস’ ও ‘মিসেস ফেয়ারী হোয়াইট’।
আয়োজক সংস্থা অপূর্ব ডটকম’র আয়োজনে এবারই প্রথমবারের মতো বাংলাদেশ থেকে ‘মিসেস ট্যুরিজম বাংলাদেশ-২০১৯’ নির্বাচিত হয়ে ফারহানা আফরিন ঐশী অংশগ্রহণ করেন ‘মিসেস টুরিজম’র আন্তর্জাতিক আসরে।
এই আয়োজনে আরও অংশগ্রহণ করেছে- বাংলাদেশসহ অস্ট্রেলিয়া, চীন, কানাডা, ভারত, জাপান, কোরিয়া, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর, তাইওয়ান, ফিলিপাইন, শ্রীলঙ্কাসহ বিশ্বের ২৬টি দেশ।
এমএবি/এলএ/জেআইএম