ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

আইয়ুব বাচ্চুর স্মরণে পাওয়ার অব লেজেন্ডস

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৬ অক্টোবর ২০১৯

এ দেশীয় ব্যান্ড সংগীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চু। গান গাওয়ার পাশাপাশি এলআরবি ব্যান্ডের হয়ে গিটার হাতে তিনি ছিলেন অনবদ্য একজন। তার গান মন ভরিয়েছো কোটি মানুষের। সেই তিনি আজ জীবনের ওপারে। কিন্তু ভক্তরা আগলে রেখেছে তার গান, গিটারের সুর ও তার জন্য ভালোবাসা-শ্রদ্ধা।

আসছে ১৮ অক্টোবর আইয়ুব বাচ্চুর প্রথম মৃত্যুবার্ষিকী। তার স্মরণে নাগরিক টিভির নিয়মিত অনুষ্ঠান ‘মিউজিক ক্যাফে’-কে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে। পর্বটি আইয়ুব বাচ্চুকে উৎসর্গও করা হয়েছে। আর এখানে গান গাইবে নতুন ব্যান্ড দল ‘পাওয়ার অব লেজেন্ডস’।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মূলত প্রয়াত শিল্পীদের গানগুলোকে কভারের মাধ্যমেই নিজেদের পথচলা সাজাচ্ছে ‘পাওয়ার অব লেজেন্ডস’। তাই ‘মিউজিক ক্যাফে’তে তারা গাইবেন আইয়ুব বাচ্চুর কালজয়ী কিছু গান।

‘পাওয়ার অব লেজেন্ডস’ ব্যান্ডের লাইনআপে রয়েছেন: ভোকাল ও গিটার- বিজয় মামুন, কীবোর্ড-তাহসির, বেজ- নমন, ড্রামস-রিয়াদ এবং গিটার-হৃদয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আগামী ১৮ অক্টোবর রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হবে অনুষ্ঠানটি।

এলএ/এমকেএইচ

আরও পড়ুন

বিজ্ঞাপন