ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চলচ্চিত্রে নামছেন শ্রীদেবী কন্যা

প্রকাশিত: ০৭:৩৩ এএম, ২২ সেপ্টেম্বর ২০১৫

মায়ের পথ ধরে চলচ্চিত্রের রুপালি জগতে নাম লেখাতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর। শোনা যাচ্ছে, খুব শিগগিরই দক্ষিণী ছবিতে ডেবিউ হতে চলেছে শ্রীদেবী কন্যার।

সম্প্রতি বলিউডে অভিষেক হয়েছে দুই তারকার সন্তান সুরজ পাঞ্চোলি ও আথিয়া শেটির। শোনা যাচ্ছে শাহরুখ খানের ছেলের নামও। সেই সারিতেই রয়েছেন সোনম কাপুরের ভাই হর্ষবর্ধন কাপুর। খুব শিগগিরই মিরজিয়া মুভিতে তাঁর ডেবিউ হতে চলেছে। এবার নতুন করে আসছেন শ্রীদেবী ও বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর।

বেশ কয়েক বছর আগে থেকেই চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন জাহ্নবী। গেল দু বছরে তিনি বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে নিজেকে তুলে ধরেছেন স্টাইল আইকন হিসেবে।

সম্প্রতি শোনা যাচ্ছে, এসএস রাজামৌলীর বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ তার নতুন চলচ্চিত্র ওকে কানমানি ফেমের স্টার ডালকুয়ের সালমানের বিপরীতে জাহ্নবী কাপুরকে চয়েজ করবেন বলে ঠিক করেছেন।

শ্রীদেবী-কন্যাও এই প্রস্তাব গ্রহণ করেছেন বলে খবর। এই ছবির নাম এখনো ঠিক করা না হলেও, জানা গেছে ছবিটি মুক্তি পাবে মালায়লম, তামিল, তেলুগু ও হিন্দিতে।

এলএ/পিআর