ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভাইরাল হওয়া সুতপাকে দিয়ে গান গাওয়ালেন কুমার বিশ্বজিৎ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৭:৩৪ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

রানু মণ্ডলের মতো লতা মঙ্গেশকরের গান গেয়ে ভাইরাল হয়েছে বাংলাদেশের কিশোরী সুতপা মণ্ডল। সুতপার কণ্ঠে লতা মঙ্গেশকরের ‘যা রে যা রে উড়ে যা রে পাখি’, সন্ধ্যা মুখোপাধ্যায়ের ‘আকাশের অস্তরাগে’ নাহিদ নিয়াজির ‘আকাশের ওই মিটিমিটি’ গানগুলো শুনে মুগ্ধ হন সংগীতপ্রেমীরা।

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার কোদণ্ডা গ্রামের মেয়ে সুতপা মণ্ডল। বয়স ১২ বছর। পড়ছেন সপ্তম শ্রেণীতে। এবার মৌলিক গান গাওয়ার সুযোগ হলো তার। দেশের নন্দিত কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ এর সুরে একটি গানে কণ্ঠ দিয়েছেন সুতপা।

‘মুখোমুখি’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। সুর-সংগীতায়োজন করেছেন কিশোর। বৃহস্পতিবার মগবাজারের কিশোরের স্টুডিওতে গানটি রেকর্ডিং হয়েছে। গীতিকার কবির বকুল ও শিল্পী কুমার বিশ্বজিৎ গান গাওয়ার এই সুযোগ করে দেওয়ায় ভীষণ খুশি সুতপা।

কুমার বিশ্বজিৎ বলেন, ‘ফেসবুকে আমি ওর গান শুনেছি। লতাজির কতো কঠিন গান সে সাবলীলভাবে গেয়েছে। তার গায়কী শুনে আমি মুগ্ধ হয়েছি। তবে তার সঙ্গে গান করবো ভাবিনি। অনেকেই বলছেন, তাকে নিয়ে কিছু একটা করার জন্য। এরপরই গানটি করলাম।’

আসছে পূজায় গানছবি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘মুখোমুখি’।

এমএবি/পিআর

আরও পড়ুন