ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিশু একাডেমির নতুন চেয়ারম্যান লাকী ইনাম

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০২:৩৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৯

বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন নাট্য ব্যক্তিত্ব লাকী ইনাম। গত ১৮ সেপ্টেম্বর প্রকাশিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, আগামী তিন বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন তিনি। এর আগে ২০১৪ সাল থেকে শিশু একাডেমির দায়িত্বে ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। গত ২৩ সেপ্টেম্বর থেকে দায়িত্বে যোগ দিয়েছেন লাকী ইনাম।

১৯৭২ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের মাধ্যমে থিয়েটারে যু্ক্ত হন তিনি। পরবর্তীতে ‘নাগরিক নাট্যাঙ্গন’ গড়ে তোলেন। বর্তমানে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি মণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

মঞ্চে লাকী ইনামের একক পরিবেশনার নাটক ‘আমি বীরাঙ্গনা বলছি’ প্রশংসা কুড়িয়েছে। তার নির্দেশিত নাটকগুলোর মধ্যে রয়েছে ‘সেই সব দিনগুলো, ‘প্রাগৈতিহাসিক’, ‘বিদেহ’। মঞ্চের পাশাপাশি হুমায়ুন আহমেদের ‘বহুব্রীহি’, ‘অয়োময়’, ‘কোথাও কেউ নেই’র মতো জনপ্রিয় নাটকেও অভিনয় করেছেন তিনি।

মঞ্চ নাটকে অসাধারণ কৃতিত্বের জন্য ১৯৮৪ সালে এওয়ার্ড অব অনার পুরস্কার লাভ করেন ইনাম। ২০১৯ সালে লাভ করেন রাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রবর্তিত ‘শিল্পকলা পদক ২০১৪’ পেয়েছেন তিনি।

এমএসএইচ/এমকেএইচ