শিল্পকলায় লালন-আব্বাসের গানের আসর
বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লোক সঙ্গীতের নির্বাচিত গানের বিশেষ অনুষ্ঠান। আগামী ২৫ অক্টোবর বিকেল ৫ টায় শিল্পকলা একাডেমীর জাতীয় সঙ্গীত ও নৃত্যশালায় এ পরিবেশনা অনুষ্ঠিত হবে।
লোক সঙ্গীতের আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহ ও কালজয়ী লোকসঙ্গীত শিল্পী আব্বাস উদ্দিন স্মরণে বিশেষ আলোচনা ছাড়াও আসরে থাকবে নবীণ প্রজন্মের শিল্পীদের কন্ঠে দুই সাধকের নির্বাচিত কিছু গান।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন- বরেণ্য লোকসঙ্গীত শিল্পী ও লোকসঙ্গীতের গবেষক মোস্তফা জামান আব্বাসী।
লোকসঙ্গীত পরিষদের পৃষ্ঠপোষক ও চলমান অন্তবর্তীকালীন পরিষদের আহ্বায়ক আখতার আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন বিশিষ্ট লালন গবেষক আবু ইসহাক হোসেন।
আব্দুল আজিজের সঙ্গীতায়োজনে অনুষ্ঠানটি পরিচালনা করবেন অঙ্গন মোহন রাজবংশী ও খায়রোজ নাওয়ার কাঁকন।