ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ক্রিকেট খেলার সিনেমা ‘লাল বল’

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৫ পিএম, ০১ সেপ্টেম্বর ২০১৯

বেশ কিছু সিনেমার সহপরিচালক হিসেবে কাজ করেছেন মাজহার বাবু। কলেজ জীবনেই চিত্রপরিচালক এ কিউ খোকনের হাত ধরে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে চাষী নজরুল ইসলাম, মোহাম্মদ হোসেন জেমী, এফ আই মানিকের মতো অনেক নির্মাতার সঙ্গে কাজ করেছেন।

এবার প্রথম ছবি নির্মাণের ঘোষণা দিলেন মাজহার বাবু। তার ছবিটির নাম ‘লাল বল’। ছবিটি প্রযোজনা করছে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘সারগাম এন্টারটেইনমেন্ট’। এরই মধ্যে প্রযোজনা প্রকিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মাজহার বাবু।

ছবিটি নিয়ে মাজহার বাবু বলেন, ‘আগামী নভেম্বরে ছবির শুটিং শুরু করব। গল্প ও চিত্রনাট্যের কাজ প্রায় শেষ। ছবিতে তিনটি গান ব্যবহার করা হবে। গল্পের প্রয়োজনে ছবিতে আমরা আমাদের জাতীয় সংগীত ব্যবহার করব। ছবিতে বিশেষ কিছু চমক রয়েছে। আগামী মাসে মহরতের মধ্য দিয়ে আমরা তা প্রকাশ করব।’

জানা গেলো ছবিটির কাহিনী ক্রিকেট খেলা নিয়ে। ‘লাল বল’ সিনেমার কাহিনী লিখেছেন মাজহার বাবু নিজেই। আর চিত্রনাট্য ও সংলাপ লিখেছে শামিমুল ইসলাম শামীম

সারগাম এন্টারটেইনমেন্টের উপদেষ্টা দেলোয়ার হোসেন দিল বলেন, ‘বিশ্বের অন্যতম জনপ্রিয় খেলা হচ্ছে ক্রিকেট। আমাদের দেশে এই খেলা যেমন জনপ্রিয়, তেমনি বিশ্বদরবারে আমাদের বিশেষ অবস্থান রয়েছে। অথচ ক্রিকেট খেলা নিয়ে আমাদের দেশে এখনো কোনো চলচ্চিত্র নির্মাণ হয়নি। মাজহার বাবুর গল্প নিয়ে আমরা সারগাম এন্টারটেইনমেন্টের যাত্রা শুরু করছি। আশা করি চলচ্চিত্রটি সবাই পছন্দ করবেন।’

এমএবি/এলএ/পিআর

আরও পড়ুন