ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

রানা প্লাজার নিষেধাজ্ঞা খারিজ

প্রকাশিত: ১১:৪২ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

চলচ্চিত্র‌ ‘রানা প্লাজা’র বিষয়ে আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে করা রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিপচারপতির নেতৃত্বে চার বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।

ফলে এখন আর এই চলচ্চিত্রটির সম্প্রচারে আইনি কোনো বাধা রইল না।

সাভারের রানা প্লাজার (গার্মেন্টস) পোশাককর্মী রেশমাকে ১৭ দিন পর উদ্ধারের ঘটনা নিয়ে ছবিটি নির্মাণ করেছেন নজরুল ইসলাম খান। শামীম আক্তার প্রযোজিত এই ছবিতে কেন্দ্রীয় ‘রেশমা’ চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা পরীমনি। আর তার বিপরীতে টিটু চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক সাইমনকে।

‘রানা প্লাজা’ চলচ্চিত্রের দৈর্ঘ্য দুই ঘণ্টা ১৭ মিনিট ১৬ সেকেন্ড। বিভিন্ন দৃশ্যের কারণে এ চলচ্চিত্রের ছাড়পত্র দীর্ঘদিন আটকে থাকলেও শেষ পর্যন্ত গত ১৬ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সনদপত্র দেয়।

এরপর ছবিটির সম্প্রচারে আপত্তি জানিয়ে করা রিট আবেদনের প্রেক্ষিতে আদালত কর্তৃক কয়েক দফা নিষেধাজ্ঞার মুখে পড়ে ছবিটি। অবশেষে বৃহস্পতিবার আদালতের রায়ে তৃতীয়বারের মতো প্রদর্শনীর সব রকম আইনি জটিলতা থেকে মুক্ত হলো রানা প্লাজা। আর যেন কোনো ঝামেলার মুখোমুখী না হতে হয়; ছবিটি আসছে সপ্তাহেই হলে দেখতে চান চলচ্চিত্রপ্রেমীরা।


এফএইচ/এলএ