ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পকলায় তনুশ্রী পদক

প্রকাশিত: ০৪:৫১ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫

সৃজনশীল তরুণ নাট্যকর্মী তনুশ্রী গায়েনের অকাল প্রয়াণের পর থেকে তাকে স্মরণ করতে ধারাবাহিভাবে প্রদান করা হয় ‘তনুশ্রী পদক’। ২০০১ সাল থেকে প্রতিবছর নাট্যধারা প্রবর্তিত তাৎপর্যমন্ডিত এই সম্মাননা এবারেও দেয়া হচ্ছে একজন তরুণ নাট্যকর্মীকে।

কে পাচ্ছেন এবারের পদক, জানতে হলে অপেক্ষা করতে হবে বৃহস্পতিবার পর্যন্ত। সেদিন সন্ধ্যা ৬টায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে পদক প্রদানকালে প্রকাশ পাবে বিজয়ীর নাম। এসময় আনুষ্ঠানিকভাবে মনোনীত ব্যক্তির হাতে পদক তুলে দেবেন আসরের প্রধান অতিথি সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকছেন আইটিআইয়ের সম্মানিক সভাপতি রামেন্দুু মজুমদার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

নাট্যধারা দলপ্রধান মাসুদ পারভেজ মিজুর সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রদর্শিত হবে নাট্যধারার আলোচিত প্রযোজনা ‘আয়না বিবির পালা’। ময়মনসিংহ গীতিকা অবলম্বনে নাটকটি নির্দেশনা দিয়েছেন রবিউল আলম।

উল্লেখ্য, এর আগে এই পদকপ্রাপ্তরা হলেন- সাইদুর রহমান লিপন, নাসিরুল হক খোকন, আশীষ খন্দকার, ত্রপা মজুমদার, আমিনুর রহমান মুকুল, কামালউদ্দিন কবির, দিলীপ চক্রবর্তী, জগলুল আহমেদ, রাহুল আনন্দ, সামিনা লুৎফা নিত্রা ও শুভাশিস সিনহা, দেবাশীষ ঘোষ, সুদীপ চক্রবর্তী এবং রুমা মোদক।

এলএ/আরআইপি