ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

দ্বিতীয় সপ্তাহেও চলবে রোশান-ববির ঈদের ছবি

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০১:০১ পিএম, ২৩ আগস্ট ২০১৯

ঈদুল আজহায় সারা দেশে মুক্তি পায় ইয়ামিন হক ববি ও জিয়াউল রোশানের সিনেমা ‘বেপরোয়া’। সপ্তাহ জুড়ে তেমন সাড়া জাগাতে পারেনি সিনেমাটি। গ্রামে ঈদের ছুটি কাটিয়ে শহরে ফিরেছে মানুষ। এখন দ্বিতীয় সপ্তাহে ছবিটিতে দর্শক বাড়বে বলে আশা করছেন ছবির সংশ্লিষ্টরা।

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, রোমান্টিক-অ্যাকশন ঘরনার এই সিনেমাটি শুক্রবার (২৩ আগস্ট) থেকে ৫৬টি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে। প্রথম সপ্তাহে ৫৩টি হলে মুক্তি পেয়েছিলো বেপরোয়া।

ছবিটি পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। সিনেমাটিতে ববি-রোশন ছাড়া আরও অভিনয় করেছেন কাজী হায়াৎ, তারিক আনাম খান, নিমা রহমান, শহীদুল আলম সাচ্চু, নানা শাহ, রেবেকা, কমল পাটেকর, খালেদ হোসেন সুজন প্রমুখ।

দ্বিতীয় সপ্তাহে ‘বেপরোয়া’ ঢাকার ভেতর- স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, অভিসার, জোনাকী, আনন্দ, বিজিবি ও শাহীনে প্রদর্শিত হবে।

ঢাকার বাইরে যেসব সিনেমা হলে চলবে- মতিমহল (ডেমরা), বর্ষা (জয়দেবপুর), গুলশান (নারায়ণগঞ্জ), ছায়াবানী (ময়মনসিংহ), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), সঙ্গীতা (খুলনা), মমো ইন (বগুড়া), চিত্রালী (খুলনা), মমতাজ (সিরাজগঞ্জ), সাগরিকা সিনেমা (চালা), সঙ্গীতা (সাতক্ষীরা), অবসর (ভোলা), পূর্বাশা (শান্তাহার), তিতাস (পটুয়াখালী), রুমা (মুক্তাগাছা), রুমা (শরিয়তপুর), শিকতা (ধুনট), মায়াবী (আখাউড়া), মনিহার (যশোর), আনন্দ (কুলিয়ারচর), অন্তরা (মেলান্দহ), মনিকা (শায়েস্তাগঞ্জ), মৌসুমী (পাকুন্দিয়া), তুলি (নাভারন), রাধানাথ (শ্রীমঙ্গল), রিয়া (জারিয়া), আলমডাঙ্গা (টকিজ), অনামিকা (পিরোজপুর), আনন্দ (তানোর), আয়না (আক্কেলপুর), বাবু টকিজ (কিশোরগঞ্জ), বৈশাখী (নড়িয়া), ছন্দা (কালীগঞ্জ), দিনান্ত (কেশরহাট নওগাঁ), জনতা (জলঢাকা), লাইটহাউজ (পারুলিয়া), মমতাজ মহল (নীলফামারী), নসিব (সাপাহার), রাজু (ঈশ্বরদী), রংধনু (নাজিপুর), রুপালী (পাঁচবিবি), শাহিন (বল্লাবাজার), সখি (হোসেনপুর), সোনালী (ঘোড়াঘাট), মৌসুমী (ইসলামপুর), উল্লাস (বীরগঞ্জ) ও সত্যবতী (শেরপুর)।

এমএবি/এমএস

আরও পড়ুন