ঢাকায় এলো এভারেস্ট
হিমালয় পর্বতমালার একটি অংশ এভারেস্ট। এশিয়ার নেপাল এবং চীনের সীমানার মধ্যে বিশ্বের সবচেয়ে উঁচু এই পর্বতটির অবস্থান। সেখান থেকে অতো বড় পাহাড়টির ঢাকায় উড়ে আসা সম্ভব নয়। তবুও শুক্রবার ঢাকাতেই দেখা যাবে এভারেস্ট! বিশ্বাস হচ্ছে না তো? ঘুরে আসুন বুসন্ধরা সিটিতে আবস্থিত স্টার সিনেপ্লেক্সে।
১৯৯৬ সালে ৩৬ ঘণ্টার ব্যবধানে এভারেস্টে আট পর্বতারোহীর মৃত্যুকে এ যাবৎকালের সবচেয়ে মর্মান্তিক ঘটনা বলে বিবেচনা করা হয়। প্রাণ হারানো আটজন পর্বতারোহীর বেদনাবিধুর আখ্যান নিয়ে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘এভারেস্ট’। আইসল্যান্ডের পরিচালক বালতাসার কোরমাকুরের পরিচালনায় এই ছবিটি বিশ্বব্যাপি মুক্তি পেতে যাচ্ছে ১৮ সেপ্টেম্বর, শুক্রবার।
৬৫ মিলিয়ন ডলার বাজেটের ছবিটি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে এদিন বাংলাদেশেও মুক্তি পাবে। স্টার সিনেপ্লেক্সে দর্শকরা দেখতে পাবেন রহস্য-রোমাঞ্চ আর বেদনার গল্প নিয়ে তৈরি ‘এভারেস্ট’।
ওইদন যে আটজন পর্বকারোহী মারা গিয়েছিলেন তাদের মধ্যে ছিলেন নিউজিল্যান্ডের রব হল। তাকে ঘিরেই এ ছবির গল্প এগিয়েছে। ছবিতে হলের চরিত্রে অভিনয় করবেন জেসন ক্লার্ক। হলের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন কিরা নাইটলি।
এভারেস্টের মৃত্যুফাঁদে আটকে পড়ার সময় দেশে সন্তানসম্ভবা স্ত্রীর সঙ্গে স্যাটেলাইট ফোনে বাঁচার আকুতির কথা বলেছেন অনেকবার। ছবিতে সেই আকুতির করুণ দৃশ্য হৃদয় কাঁপাবে দর্শকদের। এ ছবিতে আরো অভিনয় করেছেন মাইকেল কেনি, স্যাম ওয়ার্থিংটন, রবিন রাইট, এমিলি ওয়াটসন প্রমুখ।
প্রসঙ্গত, প্রকৃতির এক অপার বিস্ময় এভারেস্ট। ২৯ হাজার ফুটেরও বেশি উচ্চতায় সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে পৃথিবীর সর্বোচ্চ এই শৃঙ্গ। ১৯৫৩ সালের ২৯ মে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে দুঃসাহসী অভিযাত্রায় প্রথম এই শৃঙ্গের চূড়ায় পা রাখেন। এরপর থেকে এভারেস্ট জয় দুঃসাহসীদের অদম্য নেশায় পরিণত হয়।
প্রতি বছর এভারেস্টের চূড়ায় ওঠেন অসংখ্য অভিযাত্রী। ইতিমধ্যে বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয়ের ইতিহাস গড়েন পর্যায়ক্রমে অনেকে। বিশ্বের শীর্ষতম বিন্দুতে পৌঁছে দুহাত উঁচিয়ে উল্লাসে মেতে ওঠেন।
কিন্তু এভারেস্ট মানে শুধু অসাধ্য জয়ের হাসিমুখ নয়, বেদনার পর্বতমালাও। এ যাবৎ বহু অভিযাত্রী এভারেস্টের পথে প্রাণ হারিয়েছেন। এই মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে প্রতি বছরই। সেসব গল্প নিয়ে বিভিন্ন সময় নির্মিত হয়েছে অনেক চলচ্চিত্র। সেই তালিকায় অনন্য এক সংযোজন হতে যাচ্ছে মুক্তি পেতে যাওয়া নতুন ছবি ‘এভারেস্ট’।
এলএ/এমএস