ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জুনিয়র আর্টিস্ট থেকে নায়ক মীর সাব্বির

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১০:০৫ এএম, ১৩ আগস্ট ২০১৯

নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে বছরের পর বছর জুনিয়র আর্টিস্ট হয়ে আছেন তিনি। এ পর্যন্ত এক্সট্রা আর্টিস্ট হয়ে ১৯৯ সিনেমায় অভিনয় করেছেন। ২০০ নাম্বার ছবিতে মূল চরিত্রে অভিনয় করে সবাইকে চমকে দেন তিনি।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা মীর সাব্বির এতো সিনেমায় কবে অভিনয় করলেন এ প্রশ্ন আসতেই পারে। খুলেই বলা যাক। সম্প্রতি ‘জুনিয়র আর্টিস্ট’ শিরোনামের একটি ৭ পর্বের ঈদ ধারাবাহিকে এমনই চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির। রাজীব মণি দাস রচিত নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ।

সেই নাটকটি প্রচার শুরু হয়েছে ঈদের দিন থেকে। একুশে টেলিভিশনে ঈদের দিন থেকে সকাল সাড়ে ১০টায় সাত দিনব্যাপী প্রচারিত হবে ‘জুনিয়র আর্টিস্ট’ নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, সিনেমায় যারা উপেক্ষিত এক্সট্রা আর্টিস্ট, যারা সিনেমায় কখনো ভালো রোল করার সুযোগ পায়নি, তাদের নিয়ে একটা সিনেমা নির্মাণ করা হবে। এটা হবে তাদের জীবনের শ্রেষ্ঠ রোল। এ সিনেমা নির্মাণ করতে গিয়ে ঘটবে একের পর এক মজার ঘটনা।

নাটক প্রসঙ্গে নির্মাতা কাজী সাইফ বলেন, ‘স্টারদের পিছনে যারা শত শত ছবিতে অভিনয় করেন কেউ তাদের মনে রাখে না। এমন জুনিয়র আর্টিস্টদের জীবনের সুখ-দুঃখের গল্প নিয়ে আমাদের এই নাটক। আশা করি সবার ভালো লাগবে নাটকটি।’

নাটকটিতে জুনিয়র আর্টিস্ট চরিত্রে আরও অভিনয় করেছেন অ্যানি খান, শিপন মিত্র, ইরা শিকদার, আরফান আহমেদ প্রমুখ। এতে মীর সাব্বিরের মামার চরিত্রে অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ। এটি প্রযোজনা করেছে ‘লাইফ গোল্ড মিডিয়া’।

এলএ/জেআইএম

আরও পড়ুন