লন্ডনে চলচ্চিত্র উৎসবে রুহীর আহ্বান
ইংল্যান্ডে বাংলাদেশিদের চলচ্চিত্র নিয়ে আয়োজিত হতে যাচ্ছে ‘লন্ডন বেঙ্গলি চলচ্চিত্র উৎসব’। নির্মাতা মনসুর আলী ও মডেল-অভিনেত্রী দিলরুবা রুহীর উদ্যোগেই অনুষ্ঠিত হচ্ছে এই উৎসব।
এতে অংশ নেওয়ার জন্য দেশীয় নির্মাতা-প্রযোজকদের কাছে ছবি আহ্বান করা হয়েছে। তিন দিনব্যাপী উৎসবে থাকছে প্রদর্শনী ও আলোচনা। আর চতুর্থ দিনে থাকছে জমকালো পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
রুহী জানান, উৎসবটি বাণিজ্যিক, উন্মুক্ত ও শৈল্পিক সব ধরণের চলচ্চিত্রের জন্যই উন্মুক্ত থাকছে।
মনসুর আলী জানান, উৎসবে অংশ নিতে হলে চলচ্চিত্রের ভাষা বাংলা হওয়াটা বাধ্যতামূলক নয়, তবে সাবটাইটেল ইংরেজিতে হতে হবে। অবশ্যই ছবির গল্পকার, নির্মাতা বা প্রযোজককে বাংলাদেশি বংশোদ্ভূত হতে হবে। এছাড়া মূল চরিত্র বাংলাদেশি হতে হবে অথবা গল্প কিংবা গল্পের পটভূমি বাংলায় অথবা বঙ্গভূমি বিষয়ক হতে হবে।
আগ্রহীরা ছবি জমাদান সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে http://lbff.co.uk/ ঠিকানায়।
এলএ/এমএস