ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

উন্মোচিত হলো আশিকির পোস্টার

প্রকাশিত: ০৮:২৪ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

সোমবার সন্ধ্যায় এফডিসির জহির রায়হান ফ্লোরে উন্মোচিত হলো দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত বিগ ধামাকা `আশিকি` ছবির পোস্টার। পোস্টার উন্মোচন উপলক্ষে ছবির শিল্পীদের নিয়ে সন্ধ্যা ৬টায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।

অনুষ্ঠানে চিত্রনায়িকা মৌসুমি, নুসরাত ফারিয়া, টালিগঞ্জের গুণী অভিনেতা রজভাত দত্ত, সংগীতশিল্পী কনা, সংগীত পরিচালক স্যাভি, ছবির পরিচালক আবদুল আজিজ, জাজ মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক আফরিনা আজিজ মোহসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

তবে এ ছবির নায়ক ওপার বাংলার অঙ্কুশ অনুষ্ঠানে আসার কথা থাকলেও ভিসা জটিলতার কারণে আসতে পারেননি।

অনুষ্ঠানে নুসরাত ফারিয়া বলেন, ‘প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। আমি দারুণ এক্সাইটেড। অপেক্ষায় আছি কবে হলে গিয়ে ছবিটি দেখবো। সেন্সরবোর্ডের ছাড়পত্র নিয়ে এই ঈদেই ছবিটি মুক্তি পাবে। ফলে এবারের ঈদে এটিই হবে সবার জন্য আমার উপহার।’

চিত্রনায়িকা মৌসুমী সিনেমাটিতে নায়ক অঙ্কুশের বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন। তিনি বলেন, ‘এই ছবির মাধ্যমে একজন নতুন নায়িকার অভিষেক হতে যাচ্ছে। ফারিয়াকে স্বাগত জানাই। সেই সঙ্গে ছবিটিতে আমাকেও দর্শক দেখবেন ভিন্ন রকম একটি চরিত্রে।’

ওপারের অভিনেতা রজদাভ দত্ত ‘আশিকি’ ছবির মাধ্যমে বাংলাদেশে প্রেক্ষাগৃহে প্রথমবার আসছেন। অনুষ্ঠানে এই প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য তো সম্পর্ণই নতুন অভিজ্ঞতা। কলকাতার বেশ কিছু সিনেমায় অভিনয় করেছি। কিন্তু বাংলাদেশে হলে তো আমার কোন ছবি মুক্তি পায়নি। কলকাতার অনেক সিনেমায় এখানকার দর্শকরা টিভি কিংবা ইন্টারনেটে দেখেছে। কিন্তু হলে গিয়ে এবার আমার ছবি দেখবে। এটা আমার জন্য খুবই আনন্দের।’


এ সময় আশিকি ছবিটির বিষয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আবদুল আজিজ, নুসরাত ফারিয়া এবং মৌসুমি।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, আসন্ন ঈদে ছবিটি ১১০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

এলএ/বিএ