ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ডেঙ্গু প্রতিরোধের নামে ধ্বংস করা হলো অণিমার ছাদ বাগান!

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৩ আগস্ট ২০১৯

ডেঙ্গু প্রতিরোধের নাম করে কণ্ঠশিল্পী অণিমা রায়ের ছাদ বাগান ধ্বংস করলো অ্যাপার্টমেন্ট কমিটির ক’জন। গত ২ আগস্ট বিকেলে জনপ্রিয় রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায়ের অ্যাপার্টমেন্টের ছাদের শতাধিক গাছ শিল্পীর বিনা অনুমতিতে ধ্বংস করা হয়।

অথচ মাত্র কিছুদিন আগেই বেশকটি স্যাটেলাইট চ্যানেলেও অ্যাপার্টমেন্টের নান্দনিক এই ছাদ বাগানের প্রশংসায় প্রতিবেদন প্রকাশ করেছে!

রবীন্দ্রসঙ্গীত শিল্পী অণিমা রায় বলেন, ‘অবাক আর বিস্মিত হওয়া ছাড়া কিছু দেখছি না। আমরা যেমন গুজবের তোপে পদ্মা সেতুতে মাথা কাটার কথা বিশ্বাস করি, সন্তানকে ভর্তির জন্য দেখতে এসেও খুন হন মা। এটাকেও একইরকম ভাবেই দেখবো। সবুজকে যারা সরিয়ে ফেলতে চায়, মেরে ফেলতে চায় তাদের মনুষ্যত্বের মূল্য কোথায়?’

অণিমা রায় আরো বলেন, ‘আমি দুই বছর ধরে একটু একটু করে সাজিয়েছিলাম এই ছাদ বাগান। আমাদের প্রধানমন্ত্রী তার বক্তব্যেই ছাদ বাগানের প্রতি উৎসাহ দিয়েছেন। আমি পরিবেশবিদদের সাথেও কথা বলেছি। চিকিৎসকদের পরামর্শ নিয়ে সঠিক পরিচর্যা করেছি। অথচ সেই সবুজকেই যারা ঘৃণা করে তাদের নিয়ে আর কী বলার আছে!’

এ বাগানের নান্দনিকতা নিয়ে আরটিভি, চ্যানেল আইসহ একাধিক চ্যানেলে প্রতিবেদন প্রচার হয়েছে। অবিশ্বাস্য হলেও সত্যি যে, অ্যাপার্টমেন্টের কতিপয় ব্যক্তি আমাদের অনুমতি না নিয়েই সেই বাগানের গাছগুলো ধ্বংস করেছে।

যেখানে স্বচ্ছ পানিতে, বিল্ডিংয়ের রেলিংয়ে জমে থাকা পানির পরিচর্যার দিকে তাদের নজর নেই, এডিস মশার বিস্তার নিয়ে প্রকৃত সচেতনতা নেই সেখানে সেই গুজবের বলি হলো ছাদ বাগান। অথচ এই শহরে চিত্রনায়িকা ববিতাসহ আরও অনেকেই শখেরবশে যত্ন নিয়ে ছাদে বাগান করেন। যারা ছাদে বাগান করেন তারা কিন্তু পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন।

আমরা যদি প্রকৃতিকেই ভালোবাসতে না পারি, প্রকৃতিকেই ঠিকমতো পরিচর্যা না করতে পারি তাহলে কি করে নিজেদের সচেতন বলে দাবি করতে পারবো। তাহলে আসুন আমরা আমাদের সব গাছ উপড়ে ফেলে দিই।

এলএ/এমএস

আরও পড়ুন