ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সত্তা ছবি নিয়ে ভারতীয় গণমাধ্যমে বিভ্রান্তি

প্রকাশিত: ১০:২০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

দুই বাংলার জনপ্রিয় দুই চলচ্চিত্র তারকা শাকিব খান ও পাওলি দামকে নিয়ে নির্মাতা হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করছেন ‘সত্তা’ নামের ছবি।

সম্প্রতি জি- নিউজ নামের ভারতীয় একটি গণমাধ্যম ভুল তথ্য দিয়ে এই ছবিটির খবর প্রকাশ করেছে। সেখানে ‘পাওলির ছক্কা’ শিরোনামে খবরটিতে ‘সত্তা’র পরিবর্তে বাংলাদেশে করা পাওলির ছবির নাম বলা হয়েছে ‘ছক্কা’। পাশাপাশি পাওলির বিপরীতে নায়ক হিসেবে শাকিব খানের জায়গায় লিখেছে বাংলাদেশের হার্টথ্রব জাকির!

এই খবরে বেজায় চটেছেন পরিচালক হাসিবুর রেজা কল্লোল। তার সাথে যোগাযোগ করা তিনি জাগো নিউজকে বলেন, ‘আগেও কলকাতার অনেক গণমাধ্যম ‘সত্তা’ ছবিটি নিয়ে খবর প্রকাশ করেছে। কিন্তু জি-নিউজ নামে গণমাধ্যমটি ‘সত্তা’ ছবির নামকে ‘ছক্কা’ নামে খবর প্রকাশ করেছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বিভ্রান্তিকর একটা খবর। তাছাড়া এ ছবিতে পাওলি দামের নায়ক হিসেবে রয়েছেন শাকিব খান, জাকির আবার কে (!!!)? বাংলাদেশে এ নামের কোনো নায়কই নেই।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো বিষয় সম্পর্কে তথ্য জানা না থাকে তবে সে বিষয় নিয়ে কিছু না লিখাই তো ভালো। এমন উল্টা পাল্টা খবর প্রকাশ করে বিভ্রান্তি ছড়ানোটা অন্যায়। আমি এমন হাস্যকর খবরের তীব্র নিন্দা জানাচ্ছি।’

ছবিটির প্রথম লটের কাজ হয়েছিলো মাস তিনেক আগে। এরপর শাকিব ও পাওলির শিডিউলজনিত সমস্যার কারণে লম্বা বিরতি পড়ে যায়। পরিচালক আবারো ছবিটির নতুন লটের শুটিং শুরু করতে যাচ্ছেন শিগগির।  

তাই চলতি মাসের ৯ তারিখ পাওলি দামের ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। কিন্তু ভারতের ওই পত্রিকাটিতে বলা হয়েছে পাওলি এখন ঢাকায় অবস্থান করছেন। এ প্রসঙ্গে কল্লোল বলেন, ‘পাওলি শারীরিকভাবে অসুস্থ। তাই ৯ তারিখ আসতে পারেননি। ওই পত্রিকার রিপোর্টটি আগাগোড়াই ভুলে ভরা। শুনেছি পত্রিকাটি ভারতে বেশ জনপ্রিয়। এমন একটি পত্রিকায় এ ধরণের বিভ্রান্তিকর খবর কী করে প্রকাশ পায় আমার মাথায় ধরে না।’

কবে থেকে শুরু হচ্ছে সত্তা ছবির নতুন দৃশ্যধারণ- এই প্রশ্নের জবাবে কল্লোল বলেন, ‘এ মাসের ১৮ তারিখ থেকে ৫ দিনের জন্য ‘সত্তা’ ছবির শুটিং করবো। শাকিবের সাথে পাওলির শিডিউল মিলিয়ে পরবর্তীতে আবার এ ছবির বাকী কাজ শেষ করবো।’

শুধু কল্লোলের সত্তা নিয়েই নয়, জি নিউজের প্রতিবেদনে আরো বেশ কিছু বিভ্রান্তি ছড়ানো হয়েছে। সেখানে আরও লেখা হয়েছে, ‘কদিন আগেই পরমব্রত ‌‘ভয়ংকর সুন্দর’ নামের একটি বাংলাদেশি ছবিতে শুটিং করে এলেন, বাংলাদেশের বিখ্যাত ডকুমেন্টারি মেকারের ছবিতে।’

এখানে গুণী নির্মাতা অনিমেষ আইচকে ডকুমেন্টারি মেকার হিসেবে উল্লেখ করা হয়েছে। চলতি বছরের শুরুতে তার ‘জিরো ডিগ্রি’ নামের একটি সিনেমা মুক্তি পেয়েছে। এ ছাড়া বেশ কিছু টিভি নাটক নির্মাণের মধ্য দিয়ে বাংলাদেশে খুবই পরিচিত নির্মাতা অনিমেষ আইচ। অথচ তাকে বলা হচ্ছে ডকুমেন্টারি নির্মাতা।

এ ছাড়া যৌথ প্রযোজনার সিনেমা নিয়েও ভুল তথ্য দেওয়া হয়েছে সংবাদটিতে। সেখানে বলা হচ্ছে ‘জয়েন্ট ভেঞ্চারের ট্রেন্ডটা অনেকদিন আগেই ছিল। ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত ‘স্বামী কেন আসামী’ ছিল প্রথম ইন্দো-বাংলা ছবি।’ অথচ অনেকে আগে থেকেই যৌথ প্রযোজনার সিনেমা নির্মিত হয়েছে আসছে। ঋত্বিক ঘটক পরিচালিত ‘তিতাস একটি নদীর নাম’, গৌতম ঘোষ পরিচালিত ‘পদ্মা নদীর মাঝি’, রাজেশ খান্নার বিপরীতে শাবানার ‘শত্রু’, মিঠুন চক্রবর্তীর বিপরীতে রোজিনার ‘আর পার’ বা ‘অন্যায় অবিচার’র মতো আলোচিত ছবিগুলো ইন্দো-বাংলা প্রযোজনার ছিলো।

অবশ্য, ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি শোবিজ নিয়ে বিভ্রান্তি ছড়ানো নতুন কিছু নয়। প্রায় সময়ই দেখা যায় তাদের নিউজের এপারের তারকাদের নাম, নামের বানান, ছবির নাম, পরিচালকদের নাম ভুল বলা হয়। এ বিষয়ে কঠিন পদক্ষেপ নেয়া সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে।

এলএ