ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জুনিয়র খানদের মাস্তিতে মেতেছে বলিউড

প্রকাশিত: ০৭:৩০ এএম, ১৪ সেপ্টেম্বর ২০১৫

বলিউড বাদশাহ শাহরুখ খানের দুই পুত্র আরিয়ান খান ও আব্রাম খান। বাবার মতোই তারা সবসময়ই থাকেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি দুই জুনিয়র খানের মৌজ-মাস্তিতে মেতেছে বি-টাউন।

সোশ্যাল নেটওয়ার্কে ছোট বাদশাহদের ছবি মানেই তা ভাইরাল। আর এই ভাইরাল আবার ছড়াল নেট-দুনিয়ায়। দুই ভাইয়ের ছবিতে ওয়েভ দুনিয়ায় বইছে লাইক আর শেয়ারের বন্যা।

ছবিতে দেখা গেছে, ছোট ভাই আব্রামের সঙ্গে মাস্তিতে মেতেছেন আরিয়ান। আর সেই ছবি তুলে পোস্ট করেছেন টুইটারে। ছবিতে ব্যাটম্যানের মতো ঝুলছে ছোট আব্রাম। আর ভাইকে নিজের হাতে ঝুলিয়ে রেখেছে আরিয়ান। এই ভাতৃপ-মাস্তি বন্দি হল ক্যামেরার লেন্সে। যে ছবি এখন ঘুরছে নেট দুনিয়ায়।

এদিকে বলি অন্দরের নতুন খবর, দুই পুত্রকে নিয়ে ছবি তৈরি করতে যাচ্ছেন শাহরুখ খান। পশ্চিমী ফিল্মজগতে সাড়া জাগানো ‘বয়হুড’র রিমেক হতে চলেছে বলিউডের। আর এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আরিয়ানকে। তবে ছবিতে বেশ কিছু ছেলেবেলার শটও রয়েছে। যে চরিত্রে অভিনয় করবেন আব্রাম।

এলএ/পিআর