ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ঈদের নাটক কান পড়া

প্রকাশিত: ০৭:৪৯ এএম, ১৩ সেপ্টেম্বর ২০১৫

অফিসে যাবার পথে কামরান ডাক্তার খবর শোনে রুপালীর বিয়ে। খবর শুনে ছুটে আসে রুপালীর বাড়িতে। এসে দেখে খবর মিথ্যা! মকলেসও অন্য একজনের মুখে খবর পায় কামরানের সাথে বিয়ে হয়ে গেছে রুপালীর! মকলেসও ছুটে আসে রুপালীর বাড়ি। সেটাও মিথ্যা!

রুপালীকে নিয়ে নানান কান কথায় বিশ্বাস করে অযথা লাফালাফি করে কামরান-মকলেস। থানা স্বাস্থ্য কমপ্লেক্সে কমপাউন্ডার পদের চাকরি হলেও নিজেকে ডাক্তার ভাবতে পছন্দ করে কামরান। গলায় স্টেথস্কোপ ঝুলিয়ে গ্রামে ঘুড়ে বেড়ায়। একদিন লোক মুখে শোনে রুপালীর নামে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মকলেস।

এ নিয়ে বাঁশ নিয়ে তাড়া করে মকলেসকে কামরান। সারা গ্রাম তেড়ে বেড়ায়। অবশেষে একদিন গ্রামে খবর রটে যায় রুপালী আত্মহত্যা করেছে! অবাক গ্রামবাসী! বিস্মিত কামরান-মকলেস!!

সুন্দরী তরুণী রুপালীকে জড়িয়ে কান পড়ায় বিশ্বাসী নানান ঘটনা নিয়ে নির্মিত ‘কান পড়া’ শিরোনামের নাটকটি এটিএন বাংলায় ঈদের পরদিন রাত ১১টা ৪৫ মিনিটে প্রচার হবে।

হাসান মনজুরের গল্প সূত্র এবং বরজাহান হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামীম জামান। নাটকটিতে অভিনয় করেছেন মোশারফ করিম, শামীম জামান, আলভি, আমানুল হক হেলাল, শামীম হোসেন, মাহবুব শাহীন, প্রমুখ।

এলএ/পিআর