ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এ আর রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি

প্রকাশিত: ০৬:৩৭ এএম, ১২ সেপ্টেম্বর ২০১৫

মহানবী হযরত মুহাম্মদ(সঃ) এর জীবনী নিয়ে বানানো ছবিতে কাজ করার কারণে ভারতের প্রখ্যাত গায়ক এ আর রহমানের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে মুম্বাই ভিত্তিক একটি সুন্নী সংগঠন। একই অপরাধে তারা অভিযুক্ত করেছে ছবিটির ইরানি পরিচালক মাজিদি মাজিদিকেও।

মহানবীর জীবনী নিয়ে বানানো ইরানি ছবিটিতে সঙ্গীতের কাজ করেছেন এ আর রহমান। এই অভিযোগ এনে মুম্বাই ভিত্তিক সুন্নী সংগঠন রাজা একাডেমি এ আর রহমানকে `নাস্তিক` বলে ঘোষনা দেয় এবং একই সাথে এ আর রহমানের বিবাহকে অবৈধ বলে ঘোষনা দেয় সংগঠনটি। সংগঠনটির পক্ষ থেকে মুসলিমদের প্রতি ছবিটি দেখা হতে বিরত থাকার আহ্বান জানানো হয়।

এ বিষয়ে সংগঠনটি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এর কাছে অভিযোগ জানিয়েছেন। তারা বলেছেন এমন স্পর্শকাতর বিষয় নিয়ে ছবি তৈরি করা এক ধরনের অপরাধ।

আরএএইচ/এইচএন/এমএস