ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বিজ্ঞাপন থাকছে না জিটিভির ঈদ অনুষ্ঠানে

প্রকাশিত: ১২:২৮ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৫

দেশীয় টিভি চ্যানেলে বিজ্ঞাপন বিড়ম্বনা নিয়ে অভিযোগ ছিলো যাদের; তারা একটু নড়েচড়ে বসতেই পারেন। জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট চ্যানেল গাজী টিভি (জিটিভি) এবারের কোরবানি ঈদে বিজ্ঞাপনহীন অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

একাধিক পরামর্শক, গবেষক এবং সৃজনশীল প্রতিষ্ঠানকে সাথে নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা শ্রেণি ও পেশার দর্শকদের সাথে একান্ত পর্যালোচনা করে, তারা কী ধরনের অনুষ্ঠান দেখতে চায়, বিজ্ঞাপন তাদের কতটুকু অস্বস্তির কারণ, ইত্যাদি নানা বিষয়ে দর্শক মতামত নিয়েছে জিটিভি। প্রায় নয় মাস ধরে এই জরিপ চালায় চ্যানেলটি। তারই প্রেক্ষিতে প্রথমবারের মতো ‘বিরতিহীন ঈদ বিনোদন’ নিয়ে হাজির হচ্ছে তারা।

জানা গেছে, এবারের ঈদ অনুষ্ঠান মালায় জিটিভি যেসব অনুষ্ঠান প্রচার করবে তাতে কোন বিজ্ঞাপণ বিরতি থাকবে না। নাটক, টেলিফিল্ম, ম্যাগাজিন অনুষ্ঠান, সংগীতানুষ্ঠান, সেলিব্রেটি টক শো প্রতিটি অনুষ্ঠানই প্রচারিত হবে বিজ্ঞাপন বিরতিহীন। সপ্তাহব্যাপি ঈদ আয়োজনে প্রতিদিন বিকাল ৪টা ৩০ মিনিট থেকে রাত ১টা ৩০ মিনিট পর্যন্ত সকল অনুষ্ঠানই থাকছে বিরতিহীন। চ্যানেলটি তাই তাদের এবারের ঈদের স্লোগান রেখেছে ‘স্বপ্নের আয়োজন বিরতিহীন বিনোদন’।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন জিটিভির প্রধান উপদেষ্টা মুস্তাফিজুর রহমান।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন গাজী টিভির (জিটিভি) ভাইস চেয়ারম্যান গাজী গোলাম আশরিয়া এবং  ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফায়েজ। তারা বলেন, দেশের টেলিভিশন চ্যানেলের ‘ঈদ অনুষ্ঠান’ প্রচারের ক্ষেত্রে এবার যুগান্তকারী ইতিহাস তৈরি করতে যাচ্ছে বেসরকারি স্যাটেলাইট চ্যানেল জিটিভি।

এবার ঈদুল আজহায় জিটিভি’র পর্দায় থাকছে- সপ্তাহব্যাপী প্রতিদিন বিকেল সাড়ে ৪টা থেকে ৬টা পর্যন্ত এয়ারটেল নিবেদিত বিরতিহীন টেলিফিল্ম ফেস্টিভ্যাল। ভালোবাসা ১০১, ভিটামিন টি, মানকি বিজনেস, ভালোবাসি তাই, ভালোবাসি তাই ভালোবেসে যাই, অল টাইম দৌড়ের ওপর এবং আমাদের গল্প।

প্রতিদিন সন্ধ্যা ৬টায় থাকছে গাজী গ্রুপের সৌজন্যে বাংলাদেশের বরেণ্য নাট্য পরিচালকদের নাটক। সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে আঞ্চলিক ভাষায় ঘণ্টাব্যাপি বিশেষ নাটক।

রাত সাড়ে ৮টায় ইউনিলিভার’র সৌজন্যে থাকছে দেশের মিডিয়া সেলিব্রেটিদের নিয়ে বিরতিহীন গ্ল্যামারাস মিডিয়া টক শো ‘সেলিব্রেটি ফেস্ট’।

রাত ৯টায় ঈদের বিশেষ আকর্ষণ তুহিন হোসেনের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘ফাঁদ’। এতে অভিনয় করেছেন মোশাররফ করিম, ফারুক আহমেদ, আ খ ম হাসান প্রমুখ। এটি ঈদের দিন থেকে শুরু করে টানা সাতদিন প্রচার হবে।

তার আগে রাত সাড়ে ৮টায় ঈদের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে চয়নিকা চৌধুরীর ‘হৃদয়ের গহীনে’, শিহাব শাহিনের ‘নীলাঞ্জনা’, অনিমেষ আইচের ‘অনুগমন’, মিজানুর রহমান আরিয়ানের ‘ফ্যান পেজ’, তানিম রহমান অংশুর আপনার ‘অনুভূতি কী’, আশফাক নিপুন’র ‘অবাক ভালোবাসা’, ইমরাউল আরাফাত’র ‘ইমোশনাল ফুল’-এক ঘণ্টা বিরতিহীন গ্র্যান্ড নাটক।

রাত সাড়ে ১০টায় থাকছে গ্রামীণফোন নিবেদিত তানিম রহমান অংশুর পরিচালনায় তরুণদের জন্য সাত দিনব্যাপি সাত পর্বের বিশেষ ধারাবাহিক।

ঈদের ৩য় দিন থেকে ৭ম দিন পর্যন্ত রাত সাড়ে ১১টা থেকে বাংলালিংকের সৌজন্যে বাংলা ও ইংরেজী গানের বিশেষ অনুষ্ঠান ‘মিউজিক ফেস্ট’।

ঈদের দিন রাত সাড়ে ১১টায় প্রচার হবে এসকিউ লাইট’র সৌজন্যে অভিনেত্রী অপি করিমের উপস্থাপনায় ‘অপি’স গ্লোয়িং চেয়ার’র বিশেষ পর্ব। দ্বিতীয় দিন রাত সাড়ে ১১টায় থাকছে কিউট’রসৌজন্যে সেলিব্রেটিদের অংশগ্রহণে মজার গেম-শো বিরতিহীন ‘আজকের অনন্যা’।

এছাড়া প্রতিদিন সকাল ৯টা, দুপুর ১২টা এবং মধ্য রাত ২টায় থাকছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। অন্য অনুষ্ঠানগুলোতে বিজ্ঞাপন না থাকলেও চলচ্চিত্র সম্প্রচারের সময় অল্প কিছু বিজ্ঞাপন প্রচার হবে। এর কারণ ব্যাখ্যায় কর্তৃপক্ষ বলেন, ‘চলচ্চিত্র অনেক সময় ধরে দেখতে হয়। একটানা আড়াই-তিন ঘণ্টা বসে থাকা সম্ভব নয়। তাই মাঝখানে স্বল্পবিরতি থাকবে।’

এলএ