ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

এবার পাসওয়ার্ডের বিরুদ্ধে গানের সুর নকলের অভিযোগ

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০২:৩০ পিএম, ৩০ জুন ২০১৯

ইন্ডাস্ট্রিতে নকল সিনেমার পরিচালক হিসেবে আলোচিত মালেক আফসারী। চলচ্চিত্রে তার নির্মাণের মুন্সিয়ানা নিয়ে প্রশংসার কমতি নেই। কিন্তু দেশ-বিদেশের ছবি অনুমতি ছাড়া নকল করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি নিজেও নিজেকে নকল সিনেমার পরিচালক বলে দাবি করেন বেশ অহংকার করেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই বিষয়ে লিখেছেনও বহুবার।

তাই তার কাজগুলো নিয়ে নকলের সমালোচনা সবসময়ই হয়ে থাকে। আফসারীর সর্বশেষ পরিচালিত ‘পাসওয়ার্ড’ ছবিটিও অনেক জল ঘোলা করেছেন নকলের অভিযোগে। কোরিয়ান ছবি ‘টার্গেট’র নকল ‘পাসওয়ার্ড’ এমনটাই দাবি উঠেছে। এছাড়াও ভারতীয় ‘ডিনামাইট’, ‘ওয়েলকাম’, ‘এক থাক টাইগার’ ছবির চরিত্র এবং দৃশ্য ও পোশাক স্টাইলও নকল করা হয়েছে এই ছবিতে।

এবার ছবিটির বিরুদ্ধে গানের সুর নকল করার অভিযোগ আনলেন দেশের জনপ্রিয় সংগীত পরিচালক শওকত আলী ইমন। ছবিটির ‘আগুন লাগাইলো’ শিরোনামের আইটেম গানটি ইমনের একটি গানের সুর থেকে নকল করা হয়েছে বলে দাবি করলেন তিনি।

শনিবার বিকালে শওকত আলী ইমন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে এই অভিযোগ আনেন। সেখানে তিনি লেখেন- ‘শেষ পর্যন্ত আমার গান ভারত থেকে নকল করিয়ে এনে আবার আমার দেশেই রিলিজ করলেন কেন এই প্রশ্নের উত্তর আমি শওকত আলী ইমন একটু জানতে চাই। একটু অনুমতি নিয়ে নিলে খুশি হতাম।’

চলতি বছরের ১৮ মার্চ ‘ইমন শওকত’ ইউটিউবে রোজিনা খানের কণ্ঠে এ মিজানের কথায় ‘চন্দ্র তারা’ শীর্ষক একটি গান প্রকাশ হয়। ওই গানের সুরের সঙ্গে ‘পাসওয়ার্ড’ ছবিতে কোনালের কন্ঠে ‘আগুন লাগাইলো’ গানটির সুরের মিল খুঁজে পেয়েছেন ইমন। সেজন্যই তিনি নকলের অভিযোগ এনেছেন বলে জাগো নিউজকে জানান।

বিষয়টি নিয়ে ইমনের মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টা আমি খেয়াল করিনি। একজন আমাকে লিংকটা ইনবক্সে পাঠালো। আমি নিজেই অবাক হয়ে গেলাম সেটি দেখে। আমার পুরো গানের সুর ধরে ধরে চুরি করে ফেলেছেন ভারতীয় সংগীত পরিচালক।

shakib

কথা হলো গানটি তারা ভারতের লোক দিয়ে তৈরি করিয়েছেন দেশের গানের মানুষদের উপর ভরসা হারিয়ে। স্বাভাবিকভাবে এই গানটি অনেক ভালো ও ব্যতিক্রমী হওয়ার কথা ছিলো। কিন্তু এখানে তো দেখা যাচ্ছে উল্টোটা। ভারতের সংগীত পরিচালক আমার গানের সুরই নকল করে তাদের দিয়ে দিলেন। তারাও যাচাই বাছাই না করে সেটা চালিয়েছেন। মেধার এমন হাস্যকর অপচয়, অপমান পৃথিবীর আর কোনো দেশে হয় কী না আমার জানা নেই।’

শওকত আলী ইমন জাগো নিউজকে আরও জানান, ‘এই সিনেমা শুরু থেকেই নকলের অভিযোগে জর্জরিত। সেটা অন্য ইস্যু, পরিচালক-প্রযোজকদের ব্যাপার। কিন্তু যখন আমার নিজের গান চুরি হবে তখন তো আমাকে কথা বলতেই হবে। আমি এই বিষয়ে লিখিত অভিযোগ করবো সেন্সরবোর্ডে। দেখি তারা কী সমাধান দেন। এভাবে তো চলতে দেয়া যায় না। তারা চুরিও করবে আবার নিজেদের ‘সফল’, ‘সেরা’, ‘বেস্ট’ বলেও দাবি করবে চোখের সামনে।’

এ ব্যাপারে সেন্সরবোর্ডের সদস্য প্রযোজক খোরশেদ আলম খসরু মুঠোফোনে বলেন, ‘এই অভিযোগটা সত্যি বেদনার। কারণ বিদেশি শিল্পীদের কাছে যাওয়া হয় ব্যতিক্রমী স্বাদ আনার জন্য। কিন্তু বিদেশিরা যদি আমাদের জিনিসকেই নকল করে ধরিয়ে দেন তাহলে আর ভরসা থাকে কী করে। এই বিষয়ে সিনেমার পরিচালক-প্রযোজকদের সচেতন হওয়া উচিত।

আর এ বিষয়ে যদি কোনো লিখিত অভিযোগ আসে সেন্সরবোর্ড অবশ্যই সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করবে।’
এদিকে এই অভিযোগের ব্যাপারে পরিচালক মালেক আফসারী জাগো নিউজকে বলেন, ‘এগুলো নিয়ে আমি ভাবছি না। ‘পাসওয়ার্ড’ সুপারহিট হয়েছে। এখন অনেক কথাই হবে। তাছাড়া শওকত আলী ইমনের পোস্ট করা ভিডিও বা তার গানটি আমি শুনিনি। তাই এটা নিয়ে আমি এখন কিছু বলতে চাই না।’

প্রসঙ্গত, কলকাতায় গান নকলের ‘মাস্টারপিস’ হিসেবে খ্যাত সংগীত পরিচালক লিংকন। তিনিই ‘পাসওয়ার্ড’ ছবিতে ‘আগুন লাগাইলো’ গানটির সংগীতায়োজন করেছেন।

শওকত আলী ইমনের পোস্ট করা ভিডিও :

এলএ/জেআইএম

আরও পড়ুন