ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

গ্রাম দত্তক নিতে চান ভিলেন

প্রকাশিত: ১০:০৭ এএম, ০৯ সেপ্টেম্বর ২০১৫

রুপালি পর্দায় তাকে দেখে সবাই ভয় পান। কখন কোন খারাপ বুদ্ধি দিয়ে কাকে জব্দ করেন, খুন করেন তার ঠিক নেই। তিনি ভিলেন চরিত্রের বলিউড অভিনেতা প্রকাশ রাজ।

পর্দায় যতোই ভয়ংকর দেখাক, সত্যিকারের মানুষটা অন্যরকম৷ একজন সজ্জন ব্যক্তি হিসেবে বি-টাউনে তার সুনাম আছে। সেই সুনাম এবার আরো বিকশিত হলো। শোনা যাচ্ছে, আস্ত একটা গ্রাম দত্তক নেওয়ার কথা ভেবেছেন ভিলেন প্রকাশ রাজ৷ তেলেঙ্গানার মেহবুবনগর জেলাযর পিছিয়ে পড়া একটি গ্রাম দত্তক নেওয়ার কথা জানিয়েছেন তিনি৷

কোন্ডারেড্ডিপল্লি নামে একটি গ্রামের চাষবাস ইত্যাদির খরচ বহন করতে চান তিনি৷ নিজের ইচ্ছার কথা তিনি জানিয়েছেন রাজ্যের তথ্য ও প্রযুক্তি মন্ত্রীর কাছে৷ জেলা শাসকের কাছেও তিনি তার প্রস্তাব জানিয়ে দিয়েছেন৷ তার ইচ্ছা, আধুনিক প্রযুক্তিতে পিছিয়ে পড়া গ্রামটিতে চাষবাসের কাজ করতে৷ বিভিন্ন গ্রামের উন্নয়নের জন্য সম্প্রতি তিনি তৈরি করেছেন ‘প্রকাশ রাজ ফাউন্ডেশন’৷ তেলেঙ্গানা রাজ্য সরকারের ‘গ্রাম জ্যোতি’ প্রকল্পের সঙ্গে হাতে হাত মিলিয়েই নানা কাজ করবে তার সংস্থা৷

এখন দেখা যাক, প্রশাসন তার আর্জি রাখে কি না। আপাতত এই ইচ্ছে প্রকাশ করেই বলিউডে বাস্তবের নায়কে পরিণত হয়েছেন প্রকাশ রাজ।

এলএ/আরআইপি