ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বাংলাদেশে কুংফুপান্ডা

প্রকাশিত: ০৭:০৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫

বিশ্বজুড়ে শিশুদের কাছে তুমুল জনপ্রিয় কার্টুন ‘কুংফুপান্ডা’। তাকে এবার দেখা যাবে বাংলাদেশে। তবে বাস্তবে নয় টিভি পর্দায়। শিশুদের কার্টুন প্রীতির কথা চিন্তা করেই কুংফুপান্ডা সম্প্রচারের উদ্যোগ নিয়েছে জিটিভি।

জানা গেছে, মঙ্গলবার থেকে সপ্তাহের প্রতিদিন বিকাল ৪টা ৩০মিনিটে জিটিভিতে সম্প্রচার শুরু হচ্ছে বিশ্বের আলোচিত এই কার্টুনটির।   

বিশ্বব্যাপী আলোড়র সৃষ্টিকারী এই কার্টুনটির কাজ হয় ড্রিমওয়ার্কসের স্টুডিও ক্যালিফোর্নিয়ার গ্লেন্ডালে। জোনাথন এইবেল ও গ্লেন বার্গার রচিত এই কার্টুনটি পরিচালনা করেছেন জন স্টিভেনসন এবং মার্ক আসবোর্ন।

কার্টুনের মূল চরিত্র (পান্ডা বা পো) এর নেপথ্য কন্ঠ দিয়েছেন ডাস্টিন হফম্যান। এছাড়া অন্যান্য চরিত্রের নেপথ্য কন্ঠ দিয়েছেন- অ্যাঞ্জেলিনা জোলি, ইয়ান ম্যাকশেন, লুসি লিউ, সেথ রজেন, ডেভিড ক্রস, র্যান্ডাল ডাক কিম, জেমস হং, এবং জ্যাকি চ্যান।

ছবিটির চিত্রপট ছিলো প্রাচীন চীনে এবং কাহিনীটি হচ্ছে একটি পান্ডার, যে কি না কুংফু ওস্তাদ হতে ইচ্ছুক।

এলএ/পিআর