ক্যান্সার জয় করে ফিরে আসুন স্বীকৃতি
ক্যান্সারে আক্রান্ত স্বনামধন্য কণ্ঠশিল্পী শাহনাজ রহমান স্বীকৃতিকে মঙ্গলবার দুপুরে মুম্বাই নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে তার ফাইনাল চিকিৎসা হবে বলে জানিয়েছেন শিল্পীর পরিবারের সদস্যরা। এজন্য তারা স্বীকৃতির জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্প্রতি চিকিৎসার জন্য ব্যাংককের বামরুনগ্রাদ ইন্টারন্যাশনাল হাসপাতালে গিয়েছিলেন। সেখানে গেলে ধরা পড়ে দুরারোগ্য ব্যাধিতে ভুগছেন এই গায়িকা। তার অসুখের নাম লিম্ফোমা।
অসুখ নির্ণয় শেষে সেখানেই তাকে জরুরি ভিত্তিতে ভর্তি হতে বলেন চিকিৎসকরা। কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে ভর্তি না হয়েই দেশে ফিরে আসেন গত ২৮ আগস্ট। ভর্তি হন রাজধানীর একটি হাসপাতালে। বিষয়টি জানাজানি হলে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
কিন্তু হাল ছাড়েননি কেউ। কিংবদন্তি কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিনেরও এই অসুখ হয়েছিলো। সুচিকিৎসায় তিনি পুরোপুরি সুস্থও হয়েছেন। সেই সাহস নিয়েই সবাই পাশে দাঁড়ালেন স্বীকৃতির। ভালোবাসা আর অর্থ সাহায্যে চেষ্টা করছেন স্বীকৃতিকেও সুস্থ করে তুলতে; যে যার সাধ্যমতো।
এরইমধ্যে সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, আসিফ আকবরসহ অনেক কণ্ঠশিল্পী-সুরকার-গীতিকার ও সংগীত পরিচালকেরা স্বীকৃতির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়েছেন। পাশাপাশি তার পরিবারও প্রস্তুুতি নিয়েছে।
মঙ্গলবার দুপুরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে মুম্বাইয়ে। সেখানেই হবে স্বীকৃতির পূর্ণাঙ্গ চিকিৎসা। দেশ ছাড়ার আগে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
নিজের ফেসবুক ওয়ালে মঙ্গলবার পৌনে এগারোটায় স্বীকৃতি একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেন, ‘সবার এত এত ভালবাসা... সবার এত এত দোয়া আর আশীর্বাদ... আমি কখনোই কল্পনা করিনি। আমি সব্বার কাছে অনেক অনেক অনেক কৃতজ্ঞ। সব্বাই ভাল থাকবেন। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আমি আজ দুপুরের ফ্লাইট এ মুম্বাই যাচ্ছি ফাইনাল চিকিৎসার জন্য। আপনাদের আশীর্বাদের হাত সব সময় আমার মাথায় রাখবেন। আল্লাহ্ আপনাদের সব্বাইকে ভাল রাখুন। ফি-আমানিল্লাহ।’
আমরাও চাই, স্বীকৃতি ফিরে আসুন। তার পরিবারের কাছে, বন্ধুদের কাছে। ফিরে আসুন মাতৃত্বের দায়িত্ব নিতে তার সাত বছর বয়সী মেয়ে প্রত্যাশার কাছে। আমাদের বিশ্বাস, স্বীকৃতি আবার গাইবেন। সুরেলা গলায় নতুন কোনো বসন্তের গান। ক্যান্সার জয় করে ফিরে আসুন স্বীকৃতি। আমরা অপেক্ষায় রইলাম। স্বীকৃতির জন্য শুভকামনা।
এলএ/এমএস