ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নারী বিশেষজ্ঞ আ খ ম হাসান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৬ এএম, ০৭ জুন ২০১৯

দারুণ সব চরিত্রে অভিনয় করে দর্শকের মন মাতিয়ে চলেছেন তিনি। নাটক-টেলিছবিতে তার উপস্থিতির বাড়তি আবেদন রয়েছে। তাই বছরের পর বছর ধরে টিভিতে তার চাহিদা তুঙ্গে।

বলছি অভিনেতা আ খ ম হাসানের কথা। বাংলা নাটকে কমেডির রাজা যেন তিনি। তার বাচন ভঙি, চাহনি, সংলাপ ডেলিভারি- সবকিছুতেই রয়েছে আলাদা একটা রস এবং নিজস্বতা। দর্শক তা উপভোগ করেন।

চলতি রোজা ঈদে অনেক নাটক ও টেলিছবিতে অভিনয় করেছেন তিনি। তারমধ্যে অন্যতম একটি ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’। এখানে তাকে নাম ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে।

মানস পালের রচনায় এ নাটকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। আ খ ম হাসানের সঙ্গে এই নাটকে জুটি বেঁধেছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা।

নাটকটি নিয়ে অভিনেতা আ খ ম হাসান বলেন, ‘হাস্যরসে ভরপুর একটি গল্পের নাটক ‘নারী বিশেষজ্ঞ নজিবুল্লাহ’। আছে কিছু শিক্ষনীয় বার্তাও। নাটকটিতে অভিনয় করতে গিয়ে অনেক মজা পেয়েছি। প্রত্যাশা যে দর্শকও এটি উপভোগ করবেন।’

নাটকটি আজ ঈদের তৃতীয় দিন রাত ৭টা ৪০ মিনিটে নাগরিক টিভিতে প্রচার হবে।

এলএ/পিআর

আরও পড়ুন