ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কেমন কাটলো সানী-মৌসুমীর ঈদ?

মাসুম আওয়াল | প্রকাশিত: ১১:০০ এএম, ০৬ জুন ২০১৯

ঈদের দিনটা কীভাবে কাটাচ্ছেন? ঈদের কোন খাবার পছন্দ? ছোটবেলার ঈদ কেমন ছিলো?এসব নানা বিষয় নিয়ে জাগো নিউজের সঙ্গে কথা বলেছেন চিত্রনায়ক ওমর সানি। ছেলেমেয়েদের সঙ্গে তার ও মৌসুমীর কীভাবে ঈদে কাটে শুনিয়েছেন সেই গল্প।

ওমর সানি বলেন, ‘ঢাকা শহরের যে অবস্থা চার দিকে ভেজাল। গরুর মাংসে রঙ। খাসির মাংসে রঙ। বাজে লাচ্চা সেমাই। ঈদের আনন্দ বাদ দিয়ে হাসপাতালে যাওয়ার রাস্তা ক্লিয়ার রাখতে হয় আমাদের। এই সব নিয়ে আতঙ্কেই কাটে আসলে ঈদ।’

ওমর সানি আরও বলেন, ‘এখন ছেলেমেয়েদের আনন্দেই আমাদের আনন্দ। আমি আর মৌসুমী তাকিয়ে থাকি আমাদের ছেলেমেয়েদের দিকে। ওদের ঈদ আনন্দের সঙ্গে আমরা মিশে যাই। ওদের কি লাগবে না লাগবে খেয়াল রাখি।

এখন আমাদের ঈদ হচ্ছে এটাই। আর আমরা রাতে লংড্রাইভেও যাই না। বাইরে আড্ডাবাজিও করি না। বলা যায় পদ্মা নদীর ঘোলা পানির মতো সাদামাটা আমাদের ঈদ।’

ঈদের কী উপহার পেলেন? ওমর সানি বলেন, ‘ঈদে দুইটা পাঞ্জাবি পেয়েছি। এক ইফতার মাহফিলে পাঞ্জাবি পড়ে গিয়ে মনে হলো, আহা এটা তো আমার ঈদের পাঞ্জাবি। আরেকটা পাঞ্জাবিও পরে ফেলেছি আরেকটি ইফতারির আয়োজনে যাওয়ার সময়।

আর নিজে কিছু কিনতে ইচ্ছে করে না। সমাজে এতো অভাবী মানুষ দেখি, নতুন কিছু পড়তে ইচ্ছে করে না।’

প্রিয় খাবারের প্রসঙ্গ আসতেই মন খারাপ করলেন সানি। বললেন, ‘ঈদে যেই খাবরটা এক সময় খুব পছন্দ করতাম এখন আর সেটা পছন্দ করি না। খাসি কিংবা গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি খাওয়া খুব পছন্দ করতাম। আমার হার্টে রিং বসানোর পর থেকে সেটা আর খাওয়া হয় না। লাচ্চা সেমাই, ঝুরা সেমাই খেয়ে ঈদ কেটেছে।’

এমএবি/এলএ/এমএস

আরও পড়ুন