ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

অর্ণবের নায়িকা মিথিলা

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ৩১ মে ২০১৯

কন্ঠশিল্পী ও সুরকার অর্ণবের গানে ফোক আর ক্ল্যাসিকের আলাদা আমেজ লক্ষ করা যায়। নিজের মেধা ও যোগ্যতা দিয়ে তিনি তৈরি করেছেন আলাদা ভক্ত-শ্রোতা, যারা বুঝে-শুনে গান শোনে। দীর্ঘ বিরতির পর অর্ণব এবার নিয়ে আসছেন তার নতুন গান ‘কি হলে কি হতো’।

গানটি হবে ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে। ‘কি হলে কি হতো’ গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন প্রদ্যুত চ্যাটার্জী। মোশনরক এন্টারটেইনমেন্ট ও মাস-কাট প্রডাকশন হাউজের ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন একলব্য চৌধুরী।

গানের ভিডিওতে আছেন অর্ণব। আর প্রিয় এই শিল্পীর বিপরীতে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী মিথিলা। এছাড়াও আরও চমক হিসেবে এই গানের ভিডিওতে থাকছেন কলকাতার নায়ক ইন্দ্রশীষ রায়। একটি বিশেষ চরিত্রে আছেন শ্রীজিত মুখার্জী। গানটির পৃষ্ঠপোষকতায় ইগলু রেড বেলভেট আইসক্রীম।

গান প্রসঙ্গে অর্ণব বলেন,‘এবারে অনেকটা সময় নিয়ে গানটি বের করলাম। গানটি নিজের মত করেই গাওয়া। যেমনটা আমার কাছে শ্রোতারা প্রত্যাশা করেন। আশা করছি শ্রোতাদের গানটি ভাল লাগবে। ভিডিওটিও ভালো লেগেছে আমার। দর্শকরাও আনন্দ পাবেন।

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, ঈদ আয়োজনে ঈদের দিন তাদের ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে ‘কি হলে কি হতো’ গানটির ভিডিও। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এমএবি/এমকেএইচ

আরও পড়ুন