ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

সত্যিকারের অভিনেতা হবেন অনন্ত জলিল

প্রকাশিত: ০১:৩৬ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

সময়ের আলোচিত অভিনেতা ও ঢাকাই চলচ্চিত্রের অগ্রযাত্রার নায়ক অনন্ত জলিল এ পর্যন্ত ছয়টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তবে এসব ছবিতে নাকি এখন অবধি নিজের অভিনয়ের জাত চেনাতে সক্ষম হননি অনন্ত- বললেন নিজেই।

কারণ হিসেবে তিনি বলেন, ‘আমার প্রতিটি ছবিতেই সব কিছু আমাকেই ঠিক করে দিতে হয়। যদিও পরিচালক থাকেন; তারপরও ক্যামেরা, মেকআপ থেকে শুরু করে এভিরিথিং আমাকে নির্ধারণ করতে হয়। ক্যামেরার সামনে থেকে দৌঁড়ে এসে ক্যামেরার পেছনে দাঁড়াতে হয়, এজন্য ভালো অভিনয় দর্শকদের উপহার দিতে পারিনি।’

শনিবার সকাল ১১ টায় এফডিসিতে আসন্ন ‘দ্য স্পাই` চলচ্চিত্রের ট্যালেন্ট হান্ট’ কার্যক্রমের সর্বশেষ তথ্য জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হলে অনন্ত জলিল সেখানে এসব কথা বলেন।

এ সময়  তিনি আরো বলেন, ভালো শিল্পী খুঁজে বের করবো, নাথিং ইজ ইমপসিবল, এবার আমি সত্যিকার আর্টিস্ট হবো। কেননা এবার একজন ভালো পরিচালক পরিচালনা করবেন ‘দ্য স্পাই’।’

‘ট্যালেন্ট হান্ট’ শুধু নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয় উল্লেখ করে অনন্ত বলেন, ‘আমি মনে করি, ড্যানিশ-মনসুন ফিল্মস ট্যালেন্ট হান্ট ব্যক্তি পর্যায়ে বাংলাদেশের প্রথম প্রতিভা অন্বেষণের অনুষ্ঠান। এটা শুধুই নায়ক-নায়িকা খোঁজার অনুষ্ঠান নয়। এর মাধ্যমে আমরা অন্যান্য অভিনয়শিল্পী খোঁজার কাজটিও করব। যা আমাদের পরবর্তী ছবি ‘দ্য স্পাই’ মুক্তির পর সবাই টের পাবেন। আমি আশাবাদী, প্রতিভা অন্বেষণের এ অনুষ্ঠানের মাধ্যমে আমাদের কাঙ্ক্ষিত প্রতিভাবান অভিনেতা-অভিনেত্রী খুঁজে পাব আমরা। শুধু আমরাই নই, বাংলাদেশের চলচ্চিত্র শিল্পও খুঁজে পাবে প্রতিভাবান অভিনয়শিল্পী।’

‘দ্য স্পাই’ ছবির সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন চিত্রনায়িকা বর্ষা এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কর্মকর্তারা। এদের মধ্যে আছেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজেশ আলী খান, বিক্রয় ও বিপণন প্রধান শামসুল হুদা, মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন, হেড অব ভ্যাস ম্যানেজমেন্ট ফয়সাল মাহমুদ হাসান, ড্যানিশ ফুডস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজিজ আল মাহমুদ, রেড ডট মাল্টিমিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক গাজী শুভ্র এবং ক্রিয়েটো লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম খানসহ আরো অনেকে।

এনই/এলএ/আরআইপি