ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

চোরের কবলে যৌনকর্মী সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৬:৩৪ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৫

মাঝরাত। ললিতা নামে এক পতিতা নিজ ঘরেই শুয়ে আছে। হঠাৎ সেখানে হানা দেয় এক চোর। চোরের হাতে পিস্তল। ললিতা একসময় টের পেয়ে যায়। দুজন মুখোমুখি দাড়ায়।

আলাপ হয়। কথায় কথায় উঠে আসে দু’জনের জীবনের আনন্দ-বেদনার গল্প। এটি আসলে একটি নাটকের কাহিনী। গোলাম মুক্তাদিরের পরিচালনায় এই নাটকের নাম ‘বিপন্নতায় এটি একটি গল্প হয়ে উঠতে পারত’।

নাটকের গল্পে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা ও চোরের চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মওলা।

পরিচালক জানালেন, মাত্র একটি দৃশ্য দিয়ে নাটকটি শেষ হবে। এখানে চরিত্রও দুটি। সংলাপগুলো ময়মনসিংহের আঞ্চলিক ভাষায়। খানিকটা কমেডি ধাঁচের। দর্শকরা দেখে মজা পাবে।

বিদেশী গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন সেলিম আহমেদ। বুধ ও বৃহস্পতিবার উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। নাটকটি গাজী টিভিতে প্রচারিত হবে।

এলএ/পিআর