পুলিশকে ঘটনার বিবরণ দিয়েছে প্রীতি
পুলিশকে ঘটনার বিবরণ দিলেন সুইটগার্ল খ্যাত বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সাবেক প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ প্রসঙ্গে পুলিশের কাছে নিজের বক্তব্য নথিভুক্ত করতে মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে গিয়েছিলেন তিনি।
অভিযোগের পর ২৪ জুন প্রথমবার পুলিশের মুখোমুখি হলেন ৩৯ বছর বয়সী এ অভিনেত্রী। সাপ্লিমেন্টারি জবানবন্দীতে হেনস্থার ঘটনায় ১৪জন প্রত্যক্ষদর্শীর নাম উল্লেখ করলেন প্রীতি জিনতা। মঙ্গলবার ওয়াংখেড়ের বিসিসিআই দপ্তরে প্রায় দেড় ঘন্টা ধরে পুলিশ প্রীতির জবানবন্দী রেকর্ড করেছে।
শ্লীলতাহানির ঘটনায় মেরিন ড্রাইভ থানার পুলিশ এবং নেসের বাবাকে করা মাফিয়া ডন রবি পুজারির হুমকি ফোনের অভিযোগ সম্পর্কে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ প্রীতির জবানবন্দী রেকর্ড করে। জবানবন্দীতে প্রীতি যে ১৪জনের নাম উল্লেখ করেছেন, এবার তাঁদের একে একে ডেকে পাঠানো হবে বলে জানা গেছে।
বুধবার মুম্বাই পুলিশ জানিয়েছে, প্রীতির জবানবন্দীর পর নেস ওয়াদিয়ার বিরুদ্ধে নতুন কোনও ধারাই যুক্ত করা হয়নি। বাদ পড়েনি কোনও ধারাও। এদিকে প্রাক্তন প্রেমিক নেস ওয়াদিয়ার বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনার বেশ কয়েক দিন পর প্রথম প্রতিক্রিয়া এসেছে বলিউড থেকে।