ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

যুক্তরাষ্ট্রে বাংলা সিনেমা অ্যাওয়ার্ড

প্রকাশিত: ১১:২১ এএম, ০৩ সেপ্টেম্বর ২০১৫

আমেরিকার নিউ ইয়র্ক শহরে পর্দা উঠছে বাংলা সিনেমা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের। এটি আয়োজন করছে স্থানীয় বাঙালিদের সংগঠন বিএনএস লজেস্টিক আইএনসি।

অনুষ্ঠানটি নিউ ইউয়র্কস্থ এনটিভি ভবনে আগামী ১৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে সিনেমা অ্যাওয়ার্ডে মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে।

সেখানে আরো জানানো হয়েছে, গেল ৮ বছর ধরে  বিএনএস লজেস্টিক আইএনসি বাণিজ্যমেলার আয়োজন করে চলেছে। এবার তিন দিনব্যাপি বাণিজ্যমেলার শেষদিন বাংলা সিনেমা অ্যাওয়ার্ড দেয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ওই দিন পুরস্কার দেয়ার পাশাপাশি জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।

অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের বাছাই করতে একটি জুরি বোর্ড গঠন করা হয়েছে। বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব মহিউদ্দিন ফারুককে চেয়ারম্যান এবং আবদুস সামাদ খোকনকে সদস্য সচিব করে ৫ সদস্যবিশিষ্ট এই জুরি বোর্ডের সদস্যরা হলেন বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক-পরিচালক সাঈদুর রহমান সাঈদ, সাংবাদিক মোহাম্মদ আওলাদ হোসেন ও রশিদুল আমিন হলি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চলচ্চিত্রের বিভিন্ন প্রজন্মের তারকা অভিনেতা-অভিনেত্রী, চিত্র নির্মাতা, সাংবাদিক, অনুষ্ঠানের আয়োজকবৃন্দরা।

তারও আগে সোমবার এক মতবিনিময় সভায় এই অনুষ্ঠানের আয়োজক মো. সালাউদ্দিন আহমেদ শিমুল জানান, বাংলা ভাষায় নির্মিত নান্দনিক ও জনপ্রিয় সিনেমাকে উৎসাহিত করার জন্য এ অ্যাওয়ার্ড দেয়া হবে। প্রথম দিকে জুরি বোর্ডের রায়ে শ্রেষ্ঠ ছবি, পরিচালক ও নায়ক-নায়িকাকে অ্যাওয়ার্ড দেয়া হবে। পরবর্তী সময়ে এর পরিধি বাড়বে এবং বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবাংলার চলচ্চিত্র শিল্পকেও এর সঙ্গে যুক্ত করা হবে। মূলত বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পরিচিতি ও জনপ্রিয় করার উদ্দেশ্যই এই উদ্যোগ।

বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীত হলেন যারা
আজীবন সন্মাননা
চিত্র নায়িকা নতুন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্ছন, ড মাহফুফুর রহমান
শ্রেষ্ঠ ছায়াছবি
এই তো প্রেম, দেশা দ্য লিডার, ইভটিজিং
শ্রেষ্ঠ পরিচালক
কাজী হায়াৎ( ইভটিজিং), জাকির হোসেন রাজু ( অনেক সাধের ময়না), সৈকত নাসির( দেশা দ্য লিডার)
শ্রেষ্ঠ অভিনেতা
শাকিব খান ( এই তো প্রেম), অনন্ত জলিল ( মোস্ট ওয়েলকাম টু), আরেফিন শুভ (তাঁরকাঁটা)
শ্রেষ্ঠ অভিনেত্রী
জয়া আহসান ( পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী), বিদ্যা সিনহা মিম (তাঁরকাঁটা),মাহিয়া মাহি (দেশা দ্য লিডার)
পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা
কাবিলা (দেশা দ্য লিডার), আনিসুর রহমান মিলন(অনেক সাধের ময়না), মিজু আহমেদ (ইভটিজিং)
শ্রেষ্ঠ খল নায়ক
তারিক আনাম খান (দেশা দ্য লিডার), অমিত হাসান ( এইতো প্রেম), আরেফিন শুভ (পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী)
বর্তমান চলচ্চিত্রে শ্রেষ্ঠ পপুলার নায়ক ও নায়িকা
কাজী মারুফ, বিদ্যা সিনহা মিম
শ্রেষ্ঠ গায়ক
চন্দন সিনহা ( আমি নিঃস্ব হয়ে যাবো জানো না)
হাবিব ওয়াহিদ ( আমি তোমার মনের ভিতর)

এলএ/পিআর