ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নচিকেতার সুরে গান নিয়ে ফিরছেন শাওন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২০ এপ্রিল ২০১৯

অভিনেত্রী, পরিচালক মেহের আফরোজ শাওন ভালো লিখতে পারেন। বইও প্রকাশ হয়েছে তার। একজন নৃত্যশিল্পী হিসেবেও পরিচিতি অর্জন করেছেন তিনি। তবে অভিনেত্রী শাওনের গায়িকা পরিচয়টি তার ভক্তদের কাছে খুব প্রিয়।

হুমায়ূন আহমেদের অন্যতম প্রিয় শিল্পী ছিলেন শাওন। তার গান মুগ্ধ হয়ে শুনতেন মিসির আলীর লেখক। বেশ কিছু শ্রোতাপ্রিয় গান শাওন উপহার দিয়েছেন। সেরা গায়িকা হিসেবে পেয়েছেন ২০১৬ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

এরপর নতুন কোনো গান প্রকাশ হয়নি শাওনের। তবে গেল বছরে তিনি শাহরিয়ার নাজিম জয়ের পরিচালনায় ‘পাপ কাহিনী’ সিনেমায় ‘আহারে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন।হাসিবুর রেজা কল্লোলের পরিচালনায় নতুন ছবির একটি গানেও কণ্ঠ দিয়েছেন।

‘ইলশে গুঁড়ি’ নামের একটি গানেও কণ্ঠ দিয়েছিলেন শাওন। দুই বাংলার জনপ্রিয় শিল্পী সুরকার নচিকেতার সুরে এই গানটি এবার ভিডিও আকারে এবার প্রকাশ হতে যাচ্ছে। জুলফিকার রাসেলের কথায় গানটির সংগীত আয়োজন করেছেন তুনাই দেবাশীষ গাঙ্গুলী।

কিন্নর দলের পরিবেশনায় ও ধ্রুব মিউজিক স্টেশনের ব্যানারে আগামী ২২ এপ্রিল ইউটিউবে প্রকাশ হবে এ গানের ভিডিও।

মিউজিক ভিডিওর পরিচালক মীর শরিফুল করিম শ্রাবণ জানান, শাওন নিজেই এই ভিডিওতে পর্দার সামনে এসেছেন বহুদিন পরে।

নিজের গান এবং গানের ভিডিওতে অভিনয় প্রসঙ্গে শাওন জানালেন, ‘এটা একটা ঘোর লাগা গান। এটা একটা মায়া ভরা গান । এতে প্রকৃতিতে ফিরে যাবার ব্যাকুলতা আছে। নিজের মনের খাঁচা খুলে মুক্ত হবার ইচ্ছা আছে। হাসতে মানা নাই, কাঁদতেও দ্বিধা নাই। আশা নিয়ে, মাথা তুলে বাঁচার আশা আছে। মিউজিক ভিডিওটা এই আবেগগুলো ধারণ করেই তৈরি হয়েছে।’

ধ্রুব মিউজিক স্টেশন ডিএমএস জানায়, তাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি ‘ইলশে গুঁড়ি’ গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

এলএ/জেআইএম

আরও পড়ুন