মারা গেছেন কিংবদন্তি নির্মাতা ওয়েস ক্রাভেন
পৃথিবীকে বিদায় জানিয়ে আর না ফেরার দেশে পাড়ি জমালেন হলিউডে হরর ছবির কিংবদন্তি নির্মাতা ওয়েস ক্রাভেন। মৃতু্যকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।
রোববার তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, প্রিয় মানুষ ওয়েস ক্রাভেন আমাদের ছেড়ে চলে গেছেন। এ সময়ে লস অ্যাঞ্জেলেসের বাসভবনে প্রিয়জনরা তার পাশে ছিলেন।’ খবর বার্তা সংস্থা এএফপি’র।
পারিবারিক সূত্রে জানা গেছে, অনেকদিন ধরেই ক্রাভেন ব্রেইন ক্যান্সারে ভুগছিলেন।
প্রসঙ্গত, ‘স্ক্রিম’ ও ‘নাইটমেয়ার অন এলম স্ট্রিট’ সিরিজের মতো স্মরণীয় হরর সিনেমা পরিচালনা করেছেন ওয়েস ক্রাভেন। তারই তৈরি ফ্রেডি ক্রুয়েগার চরিত্রটি বিশ্বব্যাপি কয়েক প্রজন্মের হরর সিনেমা প্রেমিদের আনন্দ জুগিয়েছে। ১৯৮০-এর দশকে তিনি ‘টুয়ালাইট জোন’ সিরিজের পর্বগুলো পরিচালনা করেন।
ওয়েস ক্রাভেনের প্রয়াণে শোকাহত হলিউড। বিশিষ্ট অভিনেত্রী কোর্টিনি কক্স টুইটারে তাকে বন্ধু ও গুরু উল্লেখ করে বলেন, ‘বিশ্ব এক মহান ব্যক্তিকে হারালো। আমি তার পরিবারের সদস্যদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’
এলএ/এমএস