গোপনে মুক্তি পেল মৌসুমীর সিনেমা
কোন রকম প্রচারণা ছাড়াই মুক্তি পেল ঢাকাই সিনেমার প্রিয়দর্শীনী মৌসুমীর নতুন ছবি ‘লিডার’। শুক্রবার হঠাৎ করেই ঢাকার রাস্তার আশে পাশে এই সিনেমার পোস্টারের দেখা মিলেছে। দীর্ঘ প্রতীক্ষার পরে অনেকটা গোপনেই মুক্তি পেল ‘লিডার’। ঢাকাই সিনেমার দূর্দিনে মৌসুমীর মত একজন নায়িকার সিনেমা এমন নিরবে মুক্তি পাওয়ায় সমালোচনা করেছেন অনেকেই।
এ বিষয়ে জানতে চাইলে ‘লিডার’ সিনেমার পরিচালক দিলশাদুল হক শিমুল বলেন, ‘সিনেমাটির শুটিং থেকেই বিভন্ন রকম ঝামেলা পোহাতে হয়েছে। সেন্সর ছাড় পেতেও অনেক ধকল গেছে। কয়েক বার মুক্তির তারিখ ঠিক করেও মুক্তি দিতে পারিনি। তাই প্রচার ছাড়াই মুক্তি দিয়েছি। এখন প্রচারণা চলবে। দর্শকের ভালো লাগলে ঠিকই দর্শক দেখবেন ছবিটি।’
দিলশাদুল হক শিমুল আরও বলেন, ‘শুটিং এর সময় থেকেই শিল্পীদের কাছ থেকে সহযোগিতার পাশাপাশি অসহযোগিতাও পেয়েছি। শুটিংয়ের কল দিয়েও সঠিক সময় শিল্পীদের পাইনি।’
এর আগে ‘লিডার’ সিনেমা মাত্র দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। এর পর মুক্তির তারিখ পরির্বতন করা হয়। আজ দেশের ১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এটি। বিভিন্ন অভিযোগ এনে সিনেমাটি থেকে অনেক আগেই মুখ ফিরিয়ে নিয়েছেন এর অভিনয়শিল্পী মৌসুমী, ওমর সানি।
রাজনৈতিক প্রেক্ষাপটে নির্মিত ‘লিডার’ সিনেমায় আরো অভিনয় করেছেন ফেরদৌস, নিঝুম রুবিনা, আহমেদ শরীফ, শহীদুল আলম সাচ্চু, সোহেল খান প্রমুখ। আজকে সিনেমাটির সেল রিপোর্ট ভালো বলেও জানিয়েছেন এর পরিচালক।
আজ শুক্রবার নিরবে আরও একটি ছবি মুক্তি পেয়েছে। অন্য ছবিটি হলো মডেল-অভিনেত্রী বিথী রানী অভিনীত ‘কারণ তোমায় ভালোবাসি’ । এতে তার বিপরীতে আছেন সাব্বির আহমেদ। সিনেমাটির গল্প ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনাও করেছেন গোলাম মোস্তফা শিমুল। সিনেমার পাঁচটি গানও লিখেছেন তিনি। চলচ্চিত্রটিতে বিথী-সাব্বির ছাড়াও আছেন একঝাঁক নতুন মুখ। তারা হলেন-শুভ, তাম্মি, নাফিজা চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, সামির আরজু প্রমুখ।
এমএবি/এমকেএইচ