ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

জীবন্ত বর্ণমালার গুডলাক অ্যাপ নিয়ে আনকাট বিজ্ঞাপন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ২২ মার্চ ২০১৯

দেশে প্রথমবারের মতো নির্মিত হলো আনকাট বিজ্ঞাপন। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার মিরপুর কোক স্টুডিওতে বড় পরিসরে আয়োজন করে আরএফএল গ্রুপের স্টেশনারি ব্র্যান্ড গুডলাক অ্যাপের এই বিজ্ঞাপনটির শুটিং করা হয়। ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধের আবহ্ তৈরি করা হয় সেখানে। ৮০ জন অভিনেতা-অভিনেত্রী অংশগ্রহণ করেছেন এই বিজ্ঞাপনে।

সৈয়দ আসিফ ইকবালের ভাবনায় এই বিজ্ঞাপনের স্ক্রিপ্ট লিখেছেন সুদীপ্ত বিশ্বাস। বিজ্ঞাপনটির নির্দেশনা দিয়েছেন মাসুদ জাকারিয়া সাবিন। এতে প্রধান দুটি চরিত্রে দেখা যাবে মিজু ও সুমিকে। মূলত এই দুই তরুণ তরুণীর চোখ দিয়েই দেখানো হবে স্বরবর্ণ ও  ব্যঞ্জনবর্ণগুলোর মধ্যে লুকিয়ে থাকা গল্প।

বিজ্ঞাপনটির ডিওপি ছিলেন খায়ের খন্দকার। সহকারী পরিচালক হিসেবে ছিলেন মোহাম্মদ আলী মুন্না, অর্ক আহমেদ আরাফাত রহমান, সাইফুল আলম পলাশ, আশফাকুর রহমান ও রাসেল আহমেদ।

নির্মাতা মাসুদ জাকারিয়া সাবিন বললেন, ‘এমন একটা বিজ্ঞাপন নির্মাণ করা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জিং ছিল। সাড়ে তিন মিনিটির একটা বিজ্ঞাপন এক শটে শুটিং হওয়ার ঘটনা আমাদের এখানে আগে ঘটেনি। আমরা সেট তৈরি করে তিন দিন রিহার্সাল করেছি। অবশেষে বৃহস্পতিবার সফলভাবেই শুটিং শেষ করেছি।’

মাসুদ জাকারিয়া সাবিন আরও বলেন, ‘আমরা বিজ্ঞাপনটিকে মোট আটটি জোনে ভাগ করেছিলাম। এখানে এই সময়ের একজন তরুণ ও তরুণীকে দেখানো হচ্ছে। তারা ইতিহাসের পাতায় ঢুকে পড়ে। এরপর দেখতে থাকে ভাষা আন্দোলন, অপারেশন সার্চ লাইট, মুক্তিযুদ্ধ, বুদ্ধিজীবী হত্যা, চর্চার সেল এমন অনেক কিছু।’

গুডলাক ব্র্যান্ডের হেড অব মার্কেটিং ফাহিম হোসেইন বলেন, ‘আর এফ এল গ্রুপের স্টেশনারি ব্র্যান্ড গুডলাক। গুডলাক সব সময় সমাজ সচেতনতা মূলক কাজ করে। এর আগে ঢাকা শহরের ৪০টি স্কুলে এক লাখের অধিক শিক্ষার্থীকে গাছের চারা দিয়েছি। ‘তোলো আওয়াজ’ নামে যৌন নির্যাতনের বিরুদ্ধে ক্যাম্পেইন করেছি। এবার আমরা অ্যাপ নিয়ে আসছি। এই অ্যাপের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস, বর্ণমালার ইতিহাস জানা যাবে।’

ফাহিম হোসেইন আরও বলেন, ‘‘আমরা যাত্রা শুরু করেছিলাম একুশে ফেব্রুয়ারি থেকে। ঢাকা শহরে বিভিন্ন স্থানে আমরা কিছু অক্ষর ঝুলিয়ে দিয়েছিলাম। সেখানে লেখা ছিল, প্রত্যেকটি অক্ষর জীবন্ত হবে বলবে তার ইতিহাস চোখ রাখুন আমাদের সাথে। ‘৫২ তে বর্ণমালা ৭১ এ দেশ’ এই ভাবনা থেকেই এই অ্যাপের ভাবনার উৎপত্তি।

এটা বাংলা ভাষার একটা লার্নিং অ্যাপ। এই অ্যাপে বাংলা বর্ণমালা দিয়ে ইতিহাস জানবে আমাদের প্রজন্ম। যেমন ‘ব’ দিয়ে বরকত লিখলে এসে যাবে বিস্তারিত। আপাতত ১৯৫২ সাল থেকে ৭১ পর্যন্ত আমাদের যে ইতিহাস আছে। বর্ণমালা দিয়ে স্ক্যান করলে সেগুলো জানা যাবে এ অ্যাপ থেকে। পড়াও যাবে পাশাপাশি অডিও শোনা যাবে।’’

গুডলাক ব্র্যান্ড ম্যানেজার আহসান জাওয়াদ জানালেন, ২৬ মার্চের আগেই ‘গুডলাক’ অ্যাপের বিজ্ঞাপনটি গুডলাকের ফেসবুক পেজে প্রকাশ করা হবে। এ ছাড়া বিভিন্ন টিভি চ্যানেলেও চলবে এটি।

এমএবি/এমকেএইচ

আরও পড়ুন