ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নির্বাচনে কোনো দলকেই সমর্থন দেবেন না সালমান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ০৩:৪৫ এএম, ২২ মার্চ ২০১৯

আসন্ন ভারতের জাতীয় নির্বাচনে লড়বেন না বলিউড সুপারস্টার সালমান খান। এমনকি কোনো রাজনৈতিক দলের হয়েও নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করবেন না তিনি।

বৃহস্পতিবার এক টুইটবার্তায় এ কথা জানান দাবাংখ্যাত সালমান খান।

সম্প্রতি মধ্যপ্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে জন্মস্থান ইন্দোরে প্রচারের জন্য তাকে অনুরোধ করা হয়েছিল। কিন্তু সালমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রচারে অংশ নেবেন না।

এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক দলের প্রচারে অংশ নিয়েছেন সালমান। তবে এবার আর সেই পথে হাঁটবেন না তিনি।

গত লোকসভা নির্বাচনের আগেও বিজেপির তৎকালীন প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদির সঙ্গে একটি ঘুড়ি উৎসবে অংশ নিয়েছিলেন তিনি।

সেবার মোদিকে ভালো মানুষ বললেও, ভোটের প্রসঙ্গে সরাসরি কোনো রাজনৈতিক দলকে সমর্থনের বিষয়টি এড়িয়ে যান।

তরুণ প্রজন্মকে ভোটদানে অনুপ্রেরণা জোগানোর জন্য সপ্তাহখানেক আগে সালমান খান ও আমির খানকে টুইটারে অনুরোধ করেছিলেন মোদি। তারই প্রত্যুত্তরে সালমান অবশ্য সকলকে ভোটদানে উৎসাহিত করে টুইট করেন।

বিএ

আরও পড়ুন