ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

হবু বউ নিয়ে হাজির হচ্ছেন আসিফ আকবর

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৪৭ পিএম, ১৫ মার্চ ২০১৯

দর্শকদের-শ্রোতাদের একেপর এক চমক দিয়ে চলেছেন সংগীত জগতের যুবরাজ আসিফ আকবর। এবার চমক হিসেবেই ‘হবু বউ’ নিয়ে হাজির হতে যাচ্ছেন তিনি। কাজ অনেক দূর এগিয়েছে এবার সেটা প্রকাশের অপেক্ষায়। সম্প্রতি ‘হবু বউ’ শিরোনামের একটি গানের ভিডিওর শুটিং শেষ করেছেন আসিফ আকবর।

নতুন এই গানটি লিখেছে সুর করেছেন ও ভিডিও নির্মাণ করেছেন রোহান মাহমুদ। আর গানটির সংগীতায়োজন করেছেন রেমো বিপ্লব।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ বিষয়ে আসিফ বলেন, ‘শিকারী সমালোচকদের আরো বেশি বেশি জ্বালাতে শিগগিরই আসছে ‘হবু বউ’। বিনোদন প্রিয় দর্শক শ্রোতাদের জন্য নাচে গানে ভরপুর এই মিউজিক ভিডিওটি একটি বিশেষ উপহার।’

আসিফ আকবর আরও বলেন,‘হবু বউ’ নিয়ে দর্শকদের সামনে আসছি। তবে বাস্তবে নয়, পর্দায়। আর বউ রূপে হাজির হবেন সুষ্মিতা সিনহা। এম আর বেস্ট মিডিয়া প্রকাশ করবে এ গানটি।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এই গানটি ছাড়াও প্রকাশের অপেক্ষায় আছে আসিফ আকবরের আরও কয়েকটি গানের ভিডিও। একে একে এই গানগুলো প্রকাশ হবে বলে জানালেন জনপ্রিয় এই গায়ক।

এমএবি/পিআর

আরও পড়ুন

বিজ্ঞাপন