শেষ হল হাতিরঝিল মহানগর সাংস্কৃতিক উৎসব
ঢাকা শহরের অনেক মানুষই একটু খানি স্বস্তির ছোঁয়া খুঁজতে ছুটে যায় হাতিরঝিলে। সেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারেই হয়ে গেল তিন দিনব্যাপী ‘মহানগর সাংস্কৃতিক উৎসব’। নান্দনিক সব আয়োজনের মধ্যদিয়ে বৃহস্পতিবার শুরু হওয়া এই উৎসবটি শেষ হয়েছে শনিবার রাতে। এ উৎসবের আয়োজক ছিল বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
সাংস্কৃতিক উৎসবের আয়োজনে ছিল অ্যাক্রোবেটিক প্রদর্শনী, সংগীত, নৃত্য, যন্ত্রসংগীত, মঞ্চনাটক, যাত্রাপালা, পালাগান, পাপেট শো, ব্যান্ড সংগীত ও দেশবরেণ্য শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনা।
হাতিরঝিলের গুলশান পুলিশ প্লাজার সামনে অবস্থিত অ্যাম্ফিথিয়েটার। এখানেই প্রতিদিনের মতো শনিবার বিকেল ৪টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত ৯টা পর্যন্ত। অন্যান্য দিনের মতো উৎসবটির শেষ দিনের আয়োজনও ছিল সবার জন্য উন্মুক্ত।
শনিবার সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অতিথি ছিলেন মঞ্চ সারথি আতাউর রহমান, হাতিরঝিল প্রকল্পের পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ প্রমুখ। হাতির ঝিলের মনোরম পরিবেশে অ্যাম্ফিথিয়েটারের আয়োজন উপভোগ করেছেন দর্শক।
এমএবি/জেএইচ