ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুক্রবার মুক্তি পাচ্ছে স্টোরি অব সামারা

প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৭ আগস্ট ২০১৫

বিগ বাজেটের চলচ্চিত্র ‘দ্য স্টোরি অব সামারা’ সারাদেশে মুক্তি পাচ্ছে শুক্রবার। ভারটেক্স প্রডাকশন প্রযোজিত ছবিটি পরিচালনা করেছেন রিকিয়া মাসুদো।

প্রযোজনা সূত্রে জানা গেছে, বড় ধরনের তারকা শিল্পী না থাকা সত্ত্বেও ‘দ্য স্টোরি অব সামারা’র নির্মাণ ব্যয় দেড় কোটি টাকা ছাড়িয়ে গেছে। ছবির পরিচালক জানান, সায়েন্স ফিকশন ছবিতে পোস্ট প্রোডাকশনে প্রচুর কাজ থাকে। গ্রাফিক্স এন্ড এনিমেশনের প্রচুর কাজ থাকে যা অত্যন্ত ব্যয়বহুল। তা ছাড়া ছবি নির্মাণকালে আয়োজনের কোনো কমতি রাখা হয়নি। দর্শক প্রেক্ষাগৃহে ঢুকলেই ব্যাপারটা বুঝতে পারবেন।

ছবির গল্প দুটো ভিন্ন গ্রহ ও তার বাসিন্দাদের নিয়েই আবর্তিত হবে। যেখানে ভিন গ্রহ থেকে আসা অশুভ শক্তির মুখে পড়ে মানব সভ্যতা। তার হাত থেকে বাঁচতে পৃথিবীর পাঁচ তরুণ মিলিত হয় তাদের পঞ্চশক্তি নিয়ে। মোকাবেলা করে অশুভ শক্তিকে।

এখারনে প্রধান দু’টি চরিত্রে অভিনয় করেছেন সাঞ্জু ও সিবা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডন, কাবিলা, পিয়া প্রমুখ।

ছবির মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আলাউদ্দিন হক ও ইমরান। গান গেয়েছেন সামিনা চৌধুরী, এস আই টুটুল, ইমরান, পড়শী ও কর্নিয়া। ব্যাকগ্রাউন্ড মিউজিক করেছেন শওকত আলী ইমন।

প্রযোজনা সূত্রে আরো জানা গেছে, প্রথমবারের মতো হরর ও সায়েন্স ফিকশন ধরনের ‘দ্য স্টোরি অব সামারা’ প্রদর্শন হবে দেশের শতাধিক প্রেক্ষাগৃহে। ইতোমধ্যেই ছবিটি নিয়ে হল মালিকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বহুদিন পর ব্যতিক্রমী একটি গল্পের ছবি হিসেবে এই চলচ্চিত্রের সাফল্যই দেখছেন সবাই।

প্রসঙ্গত, একইদিন অনন্য মামুন পরিচালিত ‘ব্ল্যাকমেইল’ ছবিটিও শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

এলএ/পিআর