ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শিল্পকলায় নজরুলকে স্মরণ

প্রকাশিত: ০৬:৩৬ এএম, ২৭ আগস্ট ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৩৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আলোচনা, নজরুল পুরস্কার ২০১৪ প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এটি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্টিত হবে।

অনুষ্ঠানটি যৌথ উদ্যোগে আয়োজন করেছে শিল্পকলা একাডেমি ও নজরুল ইন্সটিটিউট। বৃহস্পতিবার সকাল ৭টা ৩০মিনিটে জাতীয় কবির সমাধিসৌধে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজনের শুরু হয়। এরপর বিকেল ৪টায় মূল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় সংস্কৃতি মন্ত্রী জনাব আসাাদুজ্জামান নূর, এমপি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম আক্তারী মমতাজ। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ইমেরিটাস রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে শুভেচ্ছা জ্ঞাপন করবেন নজরুল ইন্সটিটিউট ট্রাস্টি বোর্ডের সদস্য বেগম খিলখিল কাজী এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক জনাব ইকরাম আহমেদ।

আলোচনা শেষে থাকছে নজরুল পুরস্কার ২০১৪ প্রদান এবং পুরস্কারপ্রাপ্ত গুণীজনদের প্রতিক্রিয়া পর্ব। তার আগে সাংস্কৃতিক পর্বের শুরুতেই একক সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী সর্বজনাব খালিদ হোসেন, শাহীন সামাদ, ফাতেমা-তুজ-জোহরা, খায়রুল আনাম শাকিল, সালাউদ্দিন আহমেদ, ইয়াসমীন মুশতারী, ইয়াকুল আলী খান, ড. লীনা তাপসী খান, রাহাত আরা গীতি ও ছন্দা চক্রবর্তী।

দলীয় সংগীত পরিবেশন করবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর রেপার্টারি সংগীত দল ও নজরুল ইন্সটিটিউটের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দ। একক আবৃত্তি পরিবেশন করবে সর্বজনাব জয়ন্ত চট্টোপাধ্যায়, লায়লা আফরোজ, সীমা ইসলাম ও ড. শাহাদাৎ হোসেন নিপু।

এলএ/আরআইপি