মাতৃভাষার গান নিয়ে হাজির চার তারকা
শৌভিক, ঐশী, তৌফিক ও কুদ্দুস বয়াতি- এই চার শিল্পী কণ্ঠ দিয়েছেন ব্যতিক্রমী আমেজের একটি গানে। সেখানে বাংলা শব্দভাণ্ডারকে তুলে ধরা হয়েছে সুরে সুরে।
‘শোনেন শোনেন বাংলাভাষী/ শোনেন শোনেন মন কান দিয়া/ আজ হাজির হইলাম আবার বাংলা শব্দভান্ডার নিয়া’- এমন কথার গানটি লিখেছেন রাসেল মাহমুদ। এর সুর করেছেন প্রীতম হাসান।
গানটি নিয়ে ভিন্ন মাত্রার এক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। যেখানে অংশ নিয়েছেন চার শিল্পী। আর পুরো প্রজেক্টটির পেছনে ছিল কোকা-কোলা বাংলাদেশ লিমিটেড।
জানা গেছে, প্রতিষ্ঠানটি গত ৪ বছর ধরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে মাসব্যাপী (ফেব্রুয়ারি) বাংলা ভাষা নিয়ে ক্যাম্পেইন করে থাকে। এ বছর কোকা-কোলার ক্যাম্পেইন ‘বাংলা এখন, বাংলা তখন’। আর এই ক্যাম্পেইনের অংশ হিসেবেই বিশেষ এই গান-ভিডিওটি তৈরি করা হয়েছে।
গানটি নিয়ে ঐশী বলেন, ‘মাতৃভাষা নিয়ে ব্যতিক্রমী আয়োজনের একটি গান। এখানে চারজনের একজন হতে পেরে ভালো লাগছে। বিশেষ করে শ্রদ্ধার মানুষ কুদ্দুস বয়াতি ভাইয়ার সঙ্গে গান করাটা বিশেষ আনন্দের। গানটি ইউটিউবে প্রকাশ হবার পর থেকে খুব ভালো সাড়া পাচ্ছি।’
এলএ/পিআর