ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

কাজী শুভর সুরে আসছে অ্যান্ড্রু কিশোরের গান

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০১৯

লোকধাঁচের গান গেয়ে পরিচিতি পেয়েছেন কাজী শুভ। গাইছেন আধুনিক গানও। তার বেশ কিছু গান ঘুরে ফিরে শ্রোতাদের মুখে মুখে। শুধু শিল্পীই নন তিনি, সুরকার হিসেবেও কাজ করছেন। নিজের সুরে নিজে যেমন গেয়েছেন, তেমন তার সুরে গান করছেন অন্য শিল্পীরাও। সেই ধারাবাহিকতায় এবার কাজী শুভর সুরে একটি গানে কণ্ঠ দিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী অ্যান্ড্রু কিশোর।

সম্প্রতি রাজধানীর একটি স্টুডিওতে এই গানে কণ্ঠও দিয়েছেন ‘হায়রে মানুষ রঙিন ফানুষ’ খ্যাত গায়ক । ‘অগনিত তারার মাঝে খুঁজি আমি তোমায়, চাঁদ থাকে অবিরাম তোমারই পাহাড়ায়’ এমনই কথার গানটি লিখেছেন সালাম খোকন। গানটির সংগীতায়োজন করেছেন রাফি মোহাম্মদ।

কাজী শুভ বলেন, ‘অ্যান্ড্রু কিশোর স্যারদের গান শুনে শুনে বড় হয়েছি। এই প্রথমবারের মতো আমার সুরে গাইলেন আমার স্বপ্নের শিল্পী। সত্যিই অন্যরকম এক ভালোলাগা কাজ করছে মনে। অসাধারণ গেয়েছেন তিনি। সেই সাথে গানের কথা, সুর ও সংগীতে শ্রোতারা ভিন্নতা খুঁজে পাবেন বলে আমার বিশ্বাস।’

শুভ জানালেন, এই মাসেই ভালোবাসা দিবস উপলক্ষে ‘কলের গান’ মাল্টিমিডিয়া থেকে প্রকাশ হবে গানটি।

এমএবি/এলএ/জেআইএম

আরও পড়ুন