শঙ্কামুক্ত সুবর্ণা মুস্তাফার স্বামী সৌদ
হৃদরোগে আক্রান্ত হয়েছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেত্রী সুবর্ণা মুস্তফার স্বামী বদরুল আনাম সৌদ। শনিবার (২ ফেব্রুয়ারি) তার শরীর হঠাৎ করে খারাপ হলে হাসপাতালে নেয়া হয় বলে জানায় সুবর্ণা মুস্তাফা। তবে মেজর কোনো সমস্যা নেই বলে জানান তিনি।
চিকিৎসকের পরামর্শে সৌদের এনজিওগ্রাম করা হয়েছে। সব পরীক্ষা শেষে তাকে রোববার বাসায় নিয়ে আসা হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ডা. বদিউজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছেন বদরুল আনাম সৌদ।
জানা যায়, শনিবার বিকালে বুকে হঠাৎ ব্যাথা উঠলে সৌদকে প্রথমে পপুলার হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে পাঠানো হয়। সেখানে পরীক্ষা নীরিক্ষা শেষে চিকিৎসক জানান, সৌদের হার্টে ব্লক ধরা পড়েছে। বর্তমানে তিনি শঙ্কা মুক্ত। চিকিৎসক তাকে পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
ডিরেক্টরস গিল্ডের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন বদরুল আনাম সৌদ। অসুস্থতার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে যান সংগঠনটির সভাপতি সালাউদ্দিন লাভলু, সহ-সভাপতি কচি খন্দকার, অভিনেত্রী চিত্রলেখা গুহ, ওয়াহিদা মল্লিক জলি, অভিনেতা সাজু খাদেম, সাজ্জাদ সানি ও পিকলুসহ আরও অনেকেই।
একজন নাট্য নির্মাতা ও চিত্রনাট্যকার হিসেবে সমাদৃত বদরুল আনাম সৌদ। গেল বছর তিনি চলচ্চিত্র নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন। তার 'গহীন বালুচর' ছবিটি প্রশংসিত হয়েছে দর্শক-সমালোচকদের কাছে।
এলএ