ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

শুরু হচ্ছে ৮ দিনব্যাপী একুশে নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:২৯ এএম, ৩১ জানুয়ারি ২০১৯

শুরু হচ্ছে ‘একুশে নাট্যোৎসব ২০১৯’। ‘বিশ্বের সব মাতৃভাষা রক্ষা করবে বাংলাদেশ’-এ স্লোগান সামনে নিয়ে এই উৎসবের আয়োজন করছে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান। সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে ৮ দিনব্যাপী এই উৎসব।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে. এম. খালিদ এম. পি.।

উৎসব উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাট্যজন রামেন্দু মজুমদার, আতাউর রহমান, মামুনুর রশীদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

nattothshob

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল কামাল বায়েজিদ। সভাপতিত্ব করবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের চেয়ারম্যান লিয়াকত আলী লাকী।

জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে ‘একুশে নাট্যোৎসব ২০১৯’-এর অনুষ্ঠানমালা। এরপর ফেডারেশানের নেতৃবৃন্দ শহীদ বেদিতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এছাড়া পরিবেশিত হবে ঢাকা পদাতিক নাট্য সংসদ টিএসসি ও ঢাকা থিয়েটারের নাটক। অন্যান্য দিন বিকাল সাড়ে ৪টায় নাট্যোৎসবের অনুষ্ঠান শুরু হবে।

এমএবি/জেআইএম

আরও পড়ুন