আমিরের কান্না দেখে হাসছেন সবাই
‘মার্গারিটা উইথ আ স্ট্র’ ছবিতে কাল্কির অভিনয়ে মুগ্ধ হয়ে কেঁদেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান। তারপর কঙ্গনার কুইন ছবি দেখে কেঁদেছিলেন।
বজরঙ্গি ভাইজানে সালমানের অভিনয় দেখার পরও মিডিয়ায় প্রকাশ হয়েছিল আমিরের কান্নার ছবি। এবার তিনি কাঁদলেন ভাগ্নে ইমরান খানের ছবি ‘কাট্টি বাট্টি’ দেখে। কান্না মানে একেবারে হাউমাও করে কান্না। ছবির পরিচালক নিখিল আদবাণী নিজে জানিয়েছেন এই কথা।
এদিকে ছবি দেখে আমিরের এমন ঘন ঘন কান্নায় হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমির খানেক কান্নার রাজপুত্র, কান্নার দেবতা, কান্নার নায়ক বলে অভিহিত করা হচ্ছে। ফেসবুক-টুইটারে কেউ এখন কান্নার কোনো গল্প বললেই টেনে আনছেন আমির খানকে।
আমিরের কান্না নিয়ে জোর হাসহাসির কল্যাণে ‘আমির ইন টিয়ার্স’ নামের একটি হ্যাশট্যাগ টুইটারে ট্রেন্ড করছে। আমিরের কান্নাকে ব্যঙ্গ করে একজন লিখেছেন, ‘মনে হচ্ছে ছবি দেখায় আমিরের অ্যালার্জি আছে!’
আবার কেউ লিখছেন, ‘আমিরের ছোটবেলার প্রিয় গান ছিল- রোতে রোতে রোনা শিখো, হাসতে হাসতে রোনা।’ ক’জন লিখেছেন আমির ঘণ্টায় ৪ লিটার গতিবেগে কাঁদেন।
শুধু কি তাই, আমিরের কান্না এখন খোদ বলিউডেও কৌতুকের খোরাক। গেল সপ্তাহে অভিনেত্রী টুইঙ্কল খান্না তার বইপ্রকাশ অনুষ্ঠানে বলেছিলেন, তার স্বামী অক্ষয় কুমারও ছবিতে আমিরের মত কাঁদে!
এলএ/এএ/এমএস