ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নাটক আর আগের মতো নেই : ফাহমিদা নবী

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯

‘এক সময় আমাদের নাটক অনেক উন্নত ছিল। নাটক আর আগের মতো নেই। প্রচুর নাটক নির্মাণ হচ্ছে ঠিকই, কিন্তু ভালো নাটক হচ্ছে কম। কিছু কিছু নাটকের মান এতো সস্তা হয়ে গেছে, যে কারণে আমরা নাটকের দর্শকও হারাচ্ছি।’- নাটক নিয়ে কথাগুলো বলছিলেন গানের মানুষ ফাহমিদা নবী।

তিনি আরও বললেন, ‘ অনেক নির্মাতারা বলেন তারা নাকি দর্শকের চাহিদা অনুযায়ি নাটক বানাচ্ছেন। আসল কথা হলো দর্শক তো আর নির্মানের আগে নাটকটি দেখতে আসছে না। নাটক নির্মাণের আগেই নির্ধারণ করা হয়, দর্শককে কী দেখানো হবে?, এই নাটক থেকে দর্শক কী ম্যাসেজ পাবেন? নাটক দর্শকের রুচি তৈরি করে। গল্পের মধ্যে শিল্পবোধ কমে যাওয়ার কারণেই আমাদের নাটকের মান নষ্ট হচ্ছে।’

হঠাৎ নাটক নিয়ে কেন কথা বলছেন গানের এই মানুষটি? আসতে পারে এই প্রশ্ন। সম্প্রতি একটি নাটকের জন্য গান গেয়েছেন ফাহমিদা নবী। এর আগে একাধিক নাটকের গান গাইলেও অনেক দিন নাটকের গানে পাওয়া যায়নি তাকে। এই গান নিয়ে কথা বলতে গিয়ে বর্তমান সময়ের নাটক নিয়ে তার অভিমত জানান তিনি।

‘ঝরা পাতার কাব্য’ নামের একটি নাটকের জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন ফাহমিদা নবী। ‘বন্ধু তোমায় খুঁজি নির্ভরতার খোঁজে, আমার কণ্ঠ জড়িয়ে আসে দু’চোখ বুজে কাঁদি, টপটপ জলের ফোটায় নিভে যায় মোমবাতি’-এমন কথার গানটি লিখেছেন ওয়াহিদ পলাশ। সুুর ও সংগীত পরিচালনা করেছেন রুমন।

এই গানটি নিয়ে ফাহমিদা নবী জাগো নিউজকে বলেন, ‘প্রায় এক বছর পরে কোনো নাটকের গান গাওয়া হলো। বছর খানেক আগে নির্মাতা ফেরদৌস হাসানের একটি নাটকের জন্য শেষ গানটি গেয়েছিলাম। নতুন এই গানটির কথা ও সুর অনেক সুন্দর। নাটকের গল্পটি যতদূর শুনেছি, ভালো লেগেছে। গানটিও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’

রিয়াদ শিমুলের রচনা এবং ওয়াহিদ পলাশের পরিচালনায় ‘ঝরা পাতার কাব্য’ নাটকটিতে অভিনয় করেছেন বন্যা মির্জা, ইরফান সাজ্জাদ, তাসনিয়া ফারিন প্রমুখ। নির্মাতা সূত্রে জানা গেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে নাটকটি প্রচারিত হবে এনটিভি-তে।

এমএবি/আরআইপি

আরও পড়ুন