ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ইন্দুবালার প্রথম পর্বেই চমক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ২৭ জানুয়ারি ২০১৯

ইন্দুবালা গ্রুপের প্রধান রাজিয়া শিকদারকে গ্রেফতার করেছে পুলিশ। সারা দেশের সব বয়সের জনতা মাঠে নেমেছেন। সবার এক দাবি- ইন্দুবালার মুক্তি। মুক্তি চাই চাই, ইন্দুবালার মুক্তি চাই, ইন্দুবালার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে- এমনই স্লোগানে উত্তাল সারা দেশ। এমন সময় সবাইকে ঘরে ফিরে যাবার নির্দেশ দিলেন নেত্রী।

হ্যাঁ, এমনই তুখোড় নেত্রীর বেশে হাজির হলেন চিত্র নায়িকা পপি। প্রথমবারের মতো একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন তিনি। পপির ভক্তরা অধির আগ্রহে অপেক্ষা করছিলেন ওয়েব সিরিজটি দেখার জন্য। অবশেষে অনন্য মামুন পরিচালিত ‘ইন্দুবালা’ আজ শনিবার মুক্তি পেয়েছে অনলাইনে। সিনেস্পট নামের একটি অ্যাপসের মাধ্যমে দেখা যাচ্ছে এটি। লুক ও অভিনয় দিয়ে ইন্দুবালায় প্রথম পর্বেই চমকে দিলেন পপি।

নির্মাতা অনন্য মামুন শনিবার দুপুরে জাগো নিউজকে বলেন, ‘ইন্দুবালার প্রথম পর্ব মুক্তি পেল আজ। ১৩ পর্বের এই ওয়েব সিরিজটির প্রথম পর্ব উপভোগ করবেন দর্শকরা। ধারাবাহিক ভাবে আসবে পরের পর্বগুলো।’

এই ওয়েব সিরিজে দেখা যাচ্ছে, ইন্দুবালা একজন শিক্ষিতা সাহসী নারী, প্রতিবাদী কণ্ঠ। সমাজের অন্যায়-অপরাধের বিরুদ্ধে সোচ্চার এ নারীর প্রতিবাদ অহিংস উপায়ে।

popy

ইন্দুবালায় নিজের চরিত্র প্রসঙ্গে পপি বলেন, ‘চরিত্রটি একেবারেই সিনেমাটিক। আমার কাছে বেশ ভালো লেগেছে। ওয়েব সিরিজ হলেও সিনেমার মতোই এর গল্প। এ ধরনের ওয়েব সিরিজ বাংলাদেশে আগে কখনও তৈরি হয়নি। তাই প্রথমবার এ কাজের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে বেশ ভালো লাগছে। আশা করি সবার ভালো লাগবে।’

এতে একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা আঁচল। আরও অভিনয় করেছেন শক্তিশালী অভিনেতা তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম. চিত্রনায়ক এবিএম সুমনসহ অনেকে। এ এই ওয়েব সিরিজটি প্রযোজনা করেছে ইনোভেট সল্যুশন লিমিটেড।

ইন্দুবালার প্রথম পর্বেই চমক দেখতে ক্লিক করুন

এমএবি/আরআইপি

আরও পড়ুন