ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

ভাষা মতিন এর জীবনী নিয়ে তথ্যচিত্র

প্রকাশিত: ০৭:১৮ এএম, ১৪ অক্টোবর ২০১৪

সদ্য প্রয়াত ভাষা সৈনিক আব্দুল মতিন এর জীবনী নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্র ‘আলোর সিঁড়ি’। আসলাম শিকদাদের পরিচালনায় তথ্যচিত্রে উঠে এসেছে তাঁর শৈশব, বেড়ে ওঠা, শিক্ষা জীবন, কর্ম ও রাজনৈতিক জীবনের কথা। এছাড়াও আব্দুল মতিন কিভাবে ভাষা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন সেই অজানা কথাগুলোও তুলে ধরা হয়েছে এ তথ্যচিত্রে।

১৯৫২ সালে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ভাষা সৈনিক তোলায় আব্দুল মতিনের অবদান অন্যতম। সে বছর ২১ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের ছাত্রসভায় সভাপতিত্ব করেছিলেন তিনি। শিক্ষার্থীদের সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটির আহবায়ক ছিলেন। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই কলাভবনের জনসভায় সিদ্ধান্ত নেয়া হয় ১৪৪ ধারা ভঙ্গের। তাঁরই নেতৃত্বে একুশে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে সারা বাংলার জন্য আন্দোলনের নানা কর্মসূচি গ্রহণ করা হয়।

মঙ্গলবার বিকাল ৩টা ৪৫ মিনিটে এটিএন বাংলায় এ তথ্যচিত্রটি প্রচারিত হবে।