ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

বোন দেশে ফিরলেই বুলবুলের দাফন

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১১:১৭ এএম, ২২ জানুয়ারি ২০১৯

বরেণ্য গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুল আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোররাতে মৃত্যুবরণ করেছেন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ছয়টার দিকে মৃত ঘোষণা করেন।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানান, শিল্পীর জানাজার বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। একমাত্র ছেলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, ‘বুলবুল ভাইয়ের দুই বোন। একজন থাকেন বিদেশে। তিনি ফিরবেন বুধবার সকালে। তার জন্য অপেক্ষা করা হবে।’

ইমতিয়াজ আহমেদ বুলবুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) রাজধানীর একটি হাসপাতালের মর্গে রাখা হবে শিল্পীর মরদেহ।আগামীকাল বুধবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে দুপুর ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে।

সেখানে বরেণ্য এ শিল্পী ও মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবেন। পর্বটি পরিচালনা করবে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

শহীদ মিনারের পর্ব শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে নেওয়া হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। সেখানে অনুষ্ঠিত হবে তার জানাজা। বরেণ্য এ শিল্পীর মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে।

এলএ/আরএস/জেআইএম/এসজি

আরও পড়ুন