ভিডিও EN
  1. Home/
  2. বিনোদন

নজরুল প্রয়াণ দিবসে কেউ জানে না

প্রকাশিত: ০৭:৩৬ এএম, ২৪ আগস্ট ২০১৫

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস ২৭ আগস্ট, বৃহস্পতিবার। এবারে কবির ৩৯তম মৃতু্যবার্ষিকী পালিত হবে। বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষের স্মরণে এনটিভি দিনব্যাপি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

তারমধ্যে ওইদিন রাত ৯টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘চিঠি’ কবিতা অবলম্বনে প্রচার হবে বিশেষ নাটক ‘কেউ জানে না’। নাহিদ আহমেদ পিয়ালের চিত্রনাট্য রচনা ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন অপর্ণা, মাজনুন মিজান, কাজী রাজু, হারুনুর রশীদ, নিপা খান, সৌরভ প্রমূখ।

নাটকের গল্পে দেখা যাবে- রতন সামান্য চাকুরে। একটু আধটু লেখালখি করে। মফস্বল শহরের একটি সাহিত্য পত্রিকার ‌‌‘চিঠি’ সংখ্যার জন্য নজরুলের ‘চিঠি’ কবিতাটি নিয়ে লিখতে গিয়ে নিজের জীবনটাকে যেন দেখতে পায় সেই কবিতার ভেতর।

আর কবিতার পৃষ্ঠা থেকে উঠে আসে একটি চরিত্র বিনু। বহু বছর পর যে এসে সত্যি সত্যি তার সামনে দাঁড়ায়। রতন ভাবে- একি বাস্তব না কল্পনা! এ কেবলই কবিতা নাকি কিছুটা জীবনও!


এলএ/এমএস